মলদ্বীপে সারা, জলে ভেসেই সারলেন প্রাতঃরাশ

Jan 02, 2020, 19:06 PM IST
1/6

মলদ্বীপে বেড়াতে গেলেন সারা আলি খান৷ ভাই ইব্রাহিম খানকে সঙ্গে নিয়েই মলদ্বীপে বেড়াতে যান সইফ-কন্যা৷ সেখানেই ইব্রাহিমকে নিয়ে একের পর এক ছবি শেয়ার করন বলিউড অভিনেত্রী 

2/6

কুলি নম্বর ওয়ানের সিক্যুয়েলের শ্যুটিং থেকে সময় বের করে  মলদ্বীপে বেড়াতে যান সারা আলি খান৷ কুলি নম্বর ওয়ানের সিক্যুয়েলে সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন বরুণ ধাওয়ান৷ বান্ধবী নাতাশা দালালকে সঙ্গে নিয়ে বরুণ যখন সুইতজারল্যান্ডে, সারা তখন ভাইকে নিয়ে মলদ্বীপে পাড়ি দেন 

3/6

মলদ্বীপে বেড়াতে গিয়ে ভাই ইব্রাহিম খানের সঙ্গে ছবি শেয়ার করেন সারা৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ারও করেন সইফ-কন্যা৷ সারা এবং ইব্রাহিমের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পরই তা হু হু করে ভাইরাল হয়ে যায়

4/6

কুলি নম্বর ওয়ানের সিক্য়ুয়েলের শ্যুটিংয়ের পর লভ আজকালের শ্যুটিংও শুরু করেছেন সারা৷ এই সিনেমায় প্রাক্তন বন্ধু কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সারা৷ কার্তিকের সঙ্গে বিচ্ছেদের পর সারা কি ঠিকভাবে তাঁর সঙ্গে শ্যুটিং করতে পারবেন, এমন প্রশ্নই উঠছিল বিভিন্ন মহলে৷ কিন্তু সবার সব আশঙ্কাকে পিছনে ফেলে সারা এবং কার্তিক শ্যুটিং ফ্লোরে  বন্ধুর মতোই ব্যবহার করতে শুরু করেন 

5/6

কেদারনাথ দিয়ে বলিউডে পা রাখেন সারা আলি খান৷ সুশান্ত সিং রাজপুতের সঙ্গে স্ক্রিন শেয়ার করে শুরুতেই দর্শকদের নজর কেড়ে নেন সারা আলি খান৷ কেদারনাথের পর রণবীর সিংয়ের সঙ্গে সিম্বায় স্ক্রিন শেয়ার করেও নবাগতা অভিনেতাদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন সারা আলি খান 

6/6

বলিউডে পা রাখা নিয়ে করিনা কাপুর খানের সাহায্য় নেন সারা৷ এমনকী, সারাকে যাতে আরও সুন্দরী করে স্ক্রিনে হাজির করা যায়, তার জন্য নিজের স্টাইলিস্টকে দিয়ে সারার গ্রুমিংও করান তাঁর সত মা করিনা