Sara Tendulkar: শর্ট ড্রেসে ভাইরাল সারার ছবি, পোশাকের দামও নজরকাড়া

Dec 08, 2021, 21:23 PM IST
1/6

ভাইরাল সারা

Viral Sara

নিজস্ব প্রতিবেদন: বলিউডের কোনও নায়িকার থেকে কম যান না শচীনকন্যা সারা তেন্ডুলকর। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ১.৫ মিলিয়ন।   

2/6

শর্ট ড্রেসে সারা

Sara in Short dress

সম্প্রতি একটি ব্র্যান্ডের হয়ে ফটোশুট করেন সারা। সেখানেই একটি বেইজ রঙের শর্ট ড্রেস পরেন তিনি।   

3/6

পোশাকের দাম

Price of the dress

ইনস্টাগ্রামে সারা শেয়ার করেছেন কয়েকটি ছবি। ঐ ব্র্যান্ডের সাইটে দেখা যাচ্ছে সারার ঐ পোশাকের দাম ২৭০০০ টাকা।   

4/6

জনপ্রিয় সারা

Famous Sara

মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন সারা। সব ছবিতেই লাইকের সংখ্যা লক্ষাধিক।   

5/6

জিমে সারা

Sara in gym

নিজেকে ফিট রাখতে জিমে ঘাম প্রতিদিন ঘাম ঝরান সারা। সম্প্রতি ভাইরাল হয়েছিল জিমস্যুটে সারার ছবি।   

6/6

সারার প্রেম

Sara's Affair

শোনা যায় তরুণ ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে সম্পর্কে রয়েছেন সারা। তবে এ ব্যাপারে এখনও মুখ খোলেননি শচীনকন্যা।