বসন্ত পঞ্চমিতে স্লেট-পেন্সিল হাতে তুলে নিল 'রাজ-পুত্র'। শনিবার সরস্বতি পুজার দিনে হাতেখড়ি হল ইউভানের।
2/5
হাসিমুখে হাতেখড়ি
হাতেখড়ির দিনে মা শুভশ্রীর সঙ্গে হাসিমুখেই পোজ দিল সে।
photos
TRENDING NOW
3/5
সোশ্যাল মিডিয়ায় সেনসেশন
শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তীর ছেলের জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সেনসেশন। নেট নাগরিকদের চোখের সামনেই বড় হয়ে উঠছে সে।
4/5
ইউভানের ফ্যানপেজ
সকলে তাকে এতটাই পছন্দ করে যে, তার নামে ফ্যানপেজও রয়েছে। সেখানে তার নানা সময়ের ভিডিয়ো এবং ছবি শেয়ার করা হয়।
5/5
অভিনয়ে আসবে ইউভান
ছেলের জন্মের পর থেকেই নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রাজ এবং শুভশ্রী। কিছুদিন আগে রুদ্রনীলও বলেন যে ইউভান কিছু বছরের মধ্যেই অভিনয়ে নামতে পারবে।