Yuvaan: হাতেখড়ি 'রাজ-পুত্র'র, বাগদেবীর আরাধনায় রাজ-শুভশ্রী

Feb 05, 2022, 16:22 PM IST
1/5

ইউভানের হাতেখড়ি

saraswati puja celebration

বসন্ত পঞ্চমিতে স্লেট-পেন্সিল হাতে তুলে নিল 'রাজ-পুত্র'। শনিবার সরস্বতি পুজার দিনে হাতেখড়ি হল ইউভানের। 

2/5

হাসিমুখে হাতেখড়ি

smiling face

হাতেখড়ির দিনে মা শুভশ্রীর সঙ্গে হাসিমুখেই পোজ দিল সে। 

3/5

সোশ‍্যাল মিডিয়ায় সেনসেশন

social media sensation

শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তীর ছেলের জন্মের পর থেকেই সোশ‍্যাল মিডিয়ায় সেনসেশন। নেট নাগরিকদের চোখের সামনেই বড় হয়ে উঠছে সে।

4/5

ইউভানের ফ্যানপেজ

yuvaan's fan page

সকলে তাকে এতটাই পছন্দ করে যে, তার নামে ফ্যানপেজও রয়েছে। সেখানে তার নানা সময়ের ভিডিয়ো এবং ছবি শেয়ার করা হয়।

5/5

অভিনয়ে আসবে ইউভান

yuvaan in acting

ছেলের জন্মের পর থেকেই নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রাজ এবং শুভশ্রী। কিছুদিন আগে রুদ্রনীলও বলেন যে ইউভান কিছু বছরের মধ্যেই অভিনয়ে নামতে পারবে।