1/6
মৌপিয়া নন্দী: এবার উত্তর মেরু অভিযানে বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত। শনিবার গভীর রাতে অসলো উড়ে যাচ্ছেন সত্যরূপ। লক্ষ্য এক্সপ্লোরার্স গ্র্যান্ড স্লাম। গত জানুয়ারিতেই বিশ্বে সর্বকনিষ্ঠ হিসেবে সেভেন সামিটস ও সেভেন ভলক্যানিক সামিটসের শিরোপা অর্জন করেছেন সত্যরূপ। তাঁর ঝুলিতে রয়েছে দক্ষিণ মেরু অভিযানের সাফল্যও।
2/6
photos
TRENDING NOW
3/6
দোহা হয়ে অসলো পৌঁছবেন সত্যরূপ। সেখান থেকে সোয়ালভার্ড আইল্যান্ড হয়ে পৌঁছবেন লং ইয়ার বিয়েনে। সেখানেই চলবে স্লেজ গোছানো এবং অ্যাক্লেমাটাইজেশন পর্ব। ৪ এপ্রিল বিশেষ উড়ানে নামবেন বার্নিও পোলার ক্যাম্পে। সেখান থেকে হেলিকপ্টারে উড়ে যাবেন ৮৯ ডিগ্রিতে। তারপর ১১১ কিমি স্কি করে পৌঁছতে হবে উত্তর মেরুর শেষতম বিন্দুতে।
4/6
5/6
photos