Indian Army: জন্মসূত্রে সুইস, মনেপ্রাণে ভারতীয়, এই মহিলাই তৈরি করেন Param Vir Chakra
চিনে নিন তাঁকে।
চিনে নিন তাঁকে।
1/7
পরমবীর চক্র (Param Vir Chakra)
পরমবীর চক্র (Param Vir Chakra) যুদ্ধক্ষেত্রে বীরত্বের জন্য ভারতীয় সেনার সর্বোচ্চ সম্মান। যা "Wheel of the Ultimate Brave" নামেও পরিচিত। ১.৩৭৫ ইঞ্চির মেডেলটির মাঝে রয়েছে অশোক স্তম্ভ এবং চারপাশে রয়েছে দেবরাজ ইন্দ্রর অস্ত্র 'বজ্র'। বেগুনী রঙের ৩২ মিলিমিটার দীর্ঘ একটি রিবনে ঝোলে মেডেলটি। যা নাকি কোনও ভারতীয় তৈরি করেননি। এর পিছনে রয়েছে জন্মসূত্রে সুইস এক মহিলার অক্লান্ত পরিশ্রম ও প্রতিভা। যিনি মনেপ্রাণে ছিলেন পুরোপুরি ভারতীয়।
2/7
Eve Yvonne Maday de Maros
photos
TRENDING NOW
3/7
Eve Yvonne Maday de Maros থেকে সাবিত্রীবাঈ খানোলকর
ব্রিটেনের রয়্যাল মিলিটারি অ্যাকাডেমিতে (Royal Military Academy) প্রশিক্ষণরত এক ভারতীয় জওয়ান বিক্রম খানোলকরের (Vikram Khanolkar) প্রেমে পড়েন Eve Yvonne Maday de Maros। বিয়ের পর মহারাষ্ট্রের বসিন্দা হন তাঁরা। নাম বদলে Eve Yvonne Maday de Maros হয়ে যান সাবিত্রীবাঈ খানোলকর (Savitribai Khanolkar)। ভারতী সমাজ, সংস্কৃতি, ভাষা, সাহিত্য, শিল্প সব কিছুর অনুরাগী ছিলেন তিনি। ভারত যেন তাঁর নিজের দেশ।
4/7
Victoria Cross ও Param Vir Chakra
5/7
দায়িত্বে সাবিত্রীবাঈ
6/7
বীরত্বের সর্বোচ্চ সম্মান
7/7
Major Somnath Sharma
photos