Ajinkya Rahane না Hanuma Vihari? কেমন হতে পারে Team India-র প্রথম একাদশ?
আগ্রাসী মেজাজে খেলে বক্সিং ডে টেস্ট জিততে মরিয়া টিম ইন্ডিয়া।
নিজস্ব প্রতিবেদন: ১৯৯২-৯৩ মরশুম থেকে ২০১৭-১৮ পর্যন্ত, গত ২৯ বছরে টেস্ট জয়ের সংখ্যা মাত্র তিন। এর মধ্যে শুধু মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে দেশে ফিরেছিল ভারতীয় দল। তবে এ বার পরিস্থিতি একেবারে আলাদা। ঘরের মাঠে পরিসংখ্যান দক্ষিণ আফ্রিকার হয়ে কথা বললেও,বাস্তব চিত্রটা একেবারে অন্য কথা বলছে। কারণ এ বারের প্রোটিয়াস দলে পুরনো ঝাঁজ নেই।
তবে সুপারস্পোর্টস পার্ক সেঞ্চুরিয়ানের বাইশ গজে নামার আগে ভারতীয় দলে দুটি জায়গা নিয়ে জোর আলোচনা চলছে। অজিঙ্কা রাহানে না হনুমা বিহারী কে জায়গা করে নেবেন প্রথম একাদশে? নাকি আবার অভিষেকে শতরান করা শ্রেয়স আইয়ারের উপর ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট? তেমনই আবার ঋদ্ধিমান সাহা না ঋষভ পন্থ কে দাঁড়াবেন উইকেটের পিছনে? সেটা নিয়ে চলছে চর্চা। প্রথম টেস্টের আগে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক।