SAvsIND: Cheteshwar Pujara-র কাছে কি এটাই শেষ সুযোগ? দেখে নিন Team India-r সম্ভাব্য প্রথম একাদশ
বৃষ্টির ভ্রূকুটির পরেও পয়া ওয়ান্ডারার্সে ফের জিতে ইতিহাস গড়তে মরিয়া টিম ইন্ডিয়া।
সব্যসাচী বাগচী: ২০১৯ সালে শেষ বার শতরান করেছিলেন। সেই বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে করেছিলেন ১৯৩ রান। এরপর থেকে চেতেশ্বর পূজারার ব্যাটে তিন অঙ্কের রান নেই। ২০২০ সালে ৪ টেস্টের ৮ ইনিংসে মাত্র ১৬৩ রান করেছিলেন। গড় মাত্র ২০.৩৭। ২০২১ সালেও দাগ কাটতে ব্যর্থ ভারতীয় টেস্ট ব্যাটিংয়ের মেরুদণ্ড। ১৪ টেস্টের ২৬ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৭০২ রান। এ বার 'চে পূজারা'র গড় ২৮.০৮। সেঞ্চুরিয়ানের গত টেস্টেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। প্রথম ইনিংসে 'গোল্ডেন ডাক' করার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১৬ রান। ফলে একাধিক ক্রিকেট পন্ডিতদের মতে এটাই নাকি শেষ সুযোগ। যদিও ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত বাকিদের মতে দ্বিতীয় টেস্টে দল অপরিবর্তিত রাখবেন বিরাট কোহলি।
প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে উড়িয়ে দেওয়ার পর এ বার ৩ জানুয়ারি থেকে জোহানেসবার্গের পয়া ওয়ান্ডারার্সে নামছে ভারতীয় দল। রামধনুর দেশে প্রথম বার সিরিজ জিতে ইতিহাস গড়ার লক্ষ্যে রয়েছে কোহলিবাহিনী। তবে তাঁর দলের কাছে সবচেয়ে বড় প্রতিপক্ষ এখন একটানা বৃষ্টি ও খারাপ আবহাওয়া। এর আগে দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য প্রথম একাদশ।