1/5
2/5
photos
TRENDING NOW
3/5
Bdelloid rotifers হল বহুকোষীয় একরকম প্রাণী। খালি চোখে এদের দেখা যায় না। তবে তাদের বিশেষত্ব হল, কঠিন পরিস্থিতিতেও এরা দিব্য বেঁচে থাকতে পারে। শুষ্ক পরিবেশে, জমাট বরফে, অনাহারে এবং স্বল্পমাত্রার অক্সিজেনযুক্ত পরিবেশেও এরা বেঁচে থাকে। ৭ জুন কিন্তু Current Biology পত্রিকায় প্রকাশিত খবরটি বলছে, বরফঠান্ডাা সহ্য করা এক, আর সাইবেরিয়া অঞ্চলে ২৪ হাজার বছর ধরে কঠিন বরফস্তরের নীচে প্রায় জমাট বেঁধে (Siberian permafrost) থাকার পরেও প্রাণের স্পন্দন ধরে রাখা আর এক জিনিস। এ প্রায় ভাবনার অতীত।
4/5
5/5
photos