টানা ছ'দিন তুষারের নীচে আটকে গাড়ি! ভেতরে ৮১ বছরের গণিতবিদ, খেলেন বরফই; তারপর...
Old Man Under Snowstorm: রাস্তার পাশে নয়ানজুলির মতোই স্নোব্যাংক। নিয়ন্ত্রণ হারিয়ে সেখানেই পড়ে যায় গাড়িটি। সেই গাড়ির মধ্যে আটকে পড়েছেন এক গণিতবিদ। বয়স তাঁর ৮১। চারপাশে হিমশীতল তুষার, কোথাও কোনো জনমানবের দেখা নেই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাস্তার পাশে নয়ানজুলির মতোই স্নোব্যাংক। নিয়ন্ত্রণ হারিয়ে সেখানেই পড়ে যায় গাড়িটি। সেই গাড়ির মধ্যে আটকে পড়েছেন এক গণিতবিদ। বয়স তাঁর ৮১। চারপাশে হিমশীতল তুষার, কোথাও কোনো জনমানবের দেখা নেই। এই পরিস্থিতিতে প্রায় এক সপ্তাহ গাড়ির ভিতরেই আটকে ছিলেন তিনি। এই সময় সঙ্গে থাকা চকোলেট, স্ন্যাকস ও বিস্কুট খেয়ে কোনও রকমে বেঁচে ছিলেন তিনি। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার। বৃদ্ধের নাম জেরি জুরেট। তিনি নাসার প্রাক্তন কর্মকর্তা।
1/6
গার্ডনারভিলের উদ্দেশে
2/6
সরু স্নোব্যাংকে আটকে
photos
TRENDING NOW
3/6
গ্যাস ও ব্যাটারি ব্যবহার করে
4/6
তৃতীয় দিনেই গাড়ির ব্যাটারি শেষ
5/6
আবহাওয়া খারাপ থাকায়
6/6
গাড়ি প্রায় তিন ফুট তুষারে নীচে
photos