Darjeeling Snowfall: বছরের প্রথম তুষারপাত দার্জিলিংয়ে, সাদা চাদরে ঢাকল সান্দাকফু!

Dec 07, 2023, 18:23 PM IST
1/5

দার্জিলিংয়ে তুষারপাত

Darjeeling Snowfall

নারায়ণ সিংহ রায়: বছরের প্রথম তুষারপাত দার্জিলিং জেলার সান্দাকফুতে। বড় দিনের আগে আবহাওয়ার হঠাৎই পরিবর্তন।

2/5

দার্জিলিংয়ে তুষারপাত

Darjeeling Snowfall

বৃহস্পতিবার বিকেলের পর থেকে দার্জিলিং জেলার সান্দাকফু সহ চন্দ্রুলেকে তুষারপাত শুরু হয়। 

3/5

দার্জিলিংয়ে তুষারপাত

Darjeeling Snowfall

সকাল থেকেই আকাশ মেঘলা। পারদ নিম্নমুখী হতে শুরু করে। দুপুরের পর থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলেও তা থেমে যায়। 

4/5

দার্জিলিংয়ে তুষারপাত

Darjeeling Snowfall

বিকেল গড়াতেই শুরু হয় তুষারপাত। বড়দিনের আগেই পাহাড়ে তুষারপাত। সান্দাকফুতে উপস্থিত পর্যটকদের কাছে এই তুষারপাত উপরি পাওনা। 

5/5

দার্জিলিংয়ে তুষারপাত

Darjeeling Snowfall

চুটিয়ে উপভোগ করছেন তুষারপাত। দার্জিলিং, কার্শিয়াং সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।