স্বাগত অভিনন্দন, দেশের ছেলের ঘরে ফেরার আনন্দে টুইট বলি তারকাদের

Mar 01, 2019, 19:56 PM IST
1/8

''অভিনন্দনের দেশে ফেরার খবরে ভীষণ খুশি।''

2/8

''অভিনন্দনের ছাড়া পাওয়ার খবরে ভীষণ আনন্দ হচ্ছে।''

3/8

''স্বাগত অভিনন্দন, তোমার সাহসিকতা, বীরত্ব সারা দেশকে অনুপ্রাণিত করে।''

4/8

''তোমার সাহসিকতাকে স্যলুট জানাই।''  

5/8

''আমি গতরাতে ঘুমোতে পারিনি। অভিনন্দন বাড়ি ফেরায় আমি ভীষণ খুশি। ওর বাড়ির লোকের মানসিক অবস্থার এই মুহূর্তে যে কী তা ভাবতেই পারছি না। প্রতিটা মিনিট যেন হৃদস্পন্দন বাড়িয়ে তুলছে।''  

6/8

''অভিনন্দনকে স্বাগত জানিয়ে শাহরুখ লিখেছেন, তোমার সাহসিকতা আমাদের আরও শক্তিশালী করে তুলেছে। আমরা তোমার কাছে চির কৃতজ্ঞ। দেশবাসী তোমায় ভালোবাসে, তোমাকে নিয়ে স্বপ্ন দেখে।''

7/8

''অভিনন্দনকে দেশে স্বাগত জানিয়েছেন বরুণ ধাওয়ান। বরুণের কথায়, অভিনন্দনই আসল হিরো। সবশেষে বরুণ লিখেছেন 'ভারত মাতা কী জয়।''  

8/8

''অভিনন্দনকে ঘরে ফেরার জন্য স্বাগত জানিয়েছেন অভিনেতা রিতেশ দেশমুখ। তাঁর সাহসীকতাকে স্যালুট জানিয়েছেন রিতেশ।''