লাগামহীন মন্তব্য! গম্ভীরের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিলেন পাকিস্তানের আফ্রিদি

May 26, 2019, 11:55 AM IST
1/5

গম্ভীরকে ফের আক্রমণ আফ্রিদির

গম্ভীরকে ফের আক্রমণ আফ্রিদির

আরও একবার গৌতম গম্ভীরকে ঝাঁঝালো আক্রমণ করে বসলেন শাহিদ আফ্রিদি। এবার গম্ভীরের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিলেন পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার। 

2/5

গম্ভীরকে ফের আক্রমণ আফ্রিদির

গম্ভীরকে ফের আক্রমণ আফ্রিদির

গৌতম গম্ভীর বলেছিলেন, বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে কোনওভাবেই ভারতের ম্যাচ খেলা উচিত নয়। এমনকী, ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হলেও ভারতের বয়কট করা উচিত বলে জানিয়েছিলেন তিনি। 

3/5

গম্ভীরকে ফের আক্রমণ আফ্রিদির

গম্ভীরকে ফের আক্রমণ আফ্রিদির

গম্ভীরের এমন মন্তব্য আফ্রিদির সামনে তুলেছিলেন পাকিস্তানের সাংবাদিকরা। তখনই আফ্রিদি বলেন, "কোনও শিক্ষিত মানুষ এমন কথা বলতে পারে নাকি! পড়াশোনা না জানলে কেউ এমন কথা বলতে পারে। আমার মনে হয়, ও কোনও কিছু বলার আগে ভেবে-চিন্তে বলে না।"

4/5

গম্ভীরকে ফের আক্রমণ আফ্রিদির

গম্ভীরকে ফের আক্রমণ আফ্রিদির

নিজের আত্মজীবমনী গেম চেঞ্জার-এ গৌতম গম্ভীরকে চাচাছোলা আক্রমণ করেছিলেন আফ্রিদি। তার পর আবার নিজেই জানিয়েছিলেন, গম্ভীরের জন্য তাঁর মনে কোনও অশ্রদ্ধা নেই। সামনাসামনি দেখা হলে তিনি গম্ভীরের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন। 

5/5

গম্ভীরকে ফের আক্রমণ আফ্রিদির

গম্ভীরকে ফের আক্রমণ আফ্রিদির

আফ্রিদির কথায় ও কাজে কোনও মিল পাওয়া যাচ্ছে না। তিনি একাধিকবার গম্ভীরকে কুরুচিকর মন্তব্য করে আক্রমণ করে চলেছেন। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে মাঠের বাইরে উত্তাপ ছড়াতে শুরু করে দিল আফ্রিদির এমন মন্তব্য।