Shani Dev: শনিপুজোয় সামান্য ভুল করলেই বড় বিপদ! তাই মেনে চলুন এই ক'টি নিয়ম, মিলবে বড়ঠাকুরের অত্যাশ্চর্য কৃপা...
Shani Dev Puja Rituals: শনিবার দিনটি শনিদেবতাকে উত্সর্গ করা হয়। এদিন ভক্তিভরে যথাযথ নিয়ম মেনে শনির পুজো করলে তাঁর অশেষ কৃপা পাওয়া যায়। তবে, মনে করা হয়, একবার শনির কুদৃষ্টি পড়লেই রক্ষে নেই!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার দিনটি শনিদেবতাকে উত্সর্গ করা হয়। এদিন ভক্তিভরে যথাযথ নিয়ম মেনে শনির পুজো করলে তাঁর অশেষ কৃপা পাওয়া যায়। মনে করা হয়, একবার শনির কুদৃষ্টি পড়লেই রক্ষে নেই! তাই নিয়ম মেনে তাঁর আরাধনা করা হয়। এই নিয়মের অন্যথা হলে নানা বিপদ ঘটতে পারে। তাই শনিদেবের পুজোর সময় বিশেষ কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। প্রসঙ্গত, চলতি মাসে ইতিমধ্যেই যা ঘটেছে, তাতে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের পক্ষে দারুণ ব্যাপার হতে চলেছে। শনিদেব গতকাল, ৩ অক্টোবর শতভিষা নক্ষত্রে প্রবেশ করেছেন। এই নক্ষত্রে রাহুদেবের আধিপত্য। রাহু ও শনির মধ্যে এমনিতেই বন্ধুত্বের সম্পর্ক। তাই শনির এই গোচরে কিছু রাশির ভাগ্যে বিপুল ইতিবাচক বদল আসতে চলেছে।