ট্রফি আসছে না! বিরাট কোহলির ভরসা এবার 'শ্রীরাম'!

Sep 20, 2019, 13:47 PM IST
1/5

শ্রীরামের শরনাপন্ন বিরাট

শ্রীরামের শরনাপন্ন বিরাট

দেশের জার্সিতে তাঁর সাফল্য ঈর্ষা করার মতো। কিন্তু বেঙ্গালুরুর জার্সি পরলেন বিরাট কোহলির কী যে হয়! কোনওভাবেই বেঙ্গালুরুর জার্সি পরে সাফল্য পাচ্ছেন না কোহলি। তাই তিনি এবার 'শ্রীরাম' এর শরনাপন্ন।

2/5

শ্রীরামের শরনাপন্ন বিরাট

শ্রীরামের শরনাপন্ন বিরাট

ভারতীয় দলের প্রাক্তন ট্রেনার শঙ্কর বাসু এবার বেঙ্গালুরুতে যোগ দিলেন। চলতি বছরে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় দল হারার পর শঙ্কর বাসুকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল বিসিসিআই। এবার তিনি আইপিএলে কোহলির বেঙ্গালুরুর ট্রেনার হিসাবে দায়িত্ব সামলাবেন। 

3/5

শ্রীরামের শরনাপন্ন বিরাট

শ্রীরামের শরনাপন্ন বিরাট

ভারতের প্রাক্তন ক্রিকেটার শ্রীধরণ শ্রীরামকে ব্যাটিং ও স্পিন বিভাগের কোচ হিসাবে নিযুক্ত করেছে বেঙ্গালুরু। ভারতের হয়ে আটটি একদিনের ম্যাচ খেলা শ্রীরাম এর আগে অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ হিসাবে দায়িত্ব সামলেছেন। 

4/5

শ্রীরামের শরনাপন্ন বিরাট

শ্রীরামের শরনাপন্ন বিরাট

এর আগে আইপিএলে দিল্লি ও পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন। এদিকে, শঙ্কর বাসুর সঙ্গে বিরাট কোহলির সম্পর্কও ভাল বলে শোনা যায়। ফিটনেসে উন্নতির জন্য শঙ্কর বাসুকে কৃতিত্ব দেন কোহলি। 

5/5

শ্রীরামের শরনাপন্ন বিরাট

শ্রীরামের শরনাপন্ন বিরাট

দিল্লি ও পাঞ্জাবের হয়ে শ্রীরাম বেশ দক্ষতার সঙ্গে কাজ করেছেন। এখন দেখার শ্রীরাম আসায় আইপিএলে বিরাট কোহলির ভাগ্যের চাকা ঘোরে কিনা!