1/12
Shashi Kapoor Birth Anniversary 12
দীর্ঘ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যে পরিবারের অবদান ওতোপ্রোতভাবে জড়িত, সেটি হল কাপুর পরিবার। সেই কাপুর পরিবারেরই অন্যতম সদস্য শশী কাপুর। পৃথ্বীরাজ কাপুরের ছোট ছেলে তিনি, রাজ কাপুর ও শাম্মি কাপুরের ছোটভাই। পুরো নাম বলবীর রাজ কাপুর। গতবছর ৪ ডিসেম্বর প্রয়াত হন শশী কাপুর। প্রয়াণের পর আজ, ১৮ মার্চ তাঁর প্রথম জন্মদিন। এই ছবিতে ভক্তদের সঙ্গে ধরা দিয়েছেন কিংবদন্তি অভিনেতা। (ছবি সৌজন্য : টুইটার)
2/12
Shashi Kapoor Birth Anniversary 11
photos
TRENDING NOW
3/12
Shashi Kapoor Birth Anniversary 10
4/12
Shashi Kapoor Birth Anniversary 9
5/12
Shashi Kapoor Birth Anniversary 8
১৯৬৫ সালে জেমস আইভরি পরিচালিত বিখ্যাত 'শেক্সপীয়রওয়ালা' ছবির দৃশ্যে শশী কাপুর। এই ছবির সংগীত পরিচালক ছিলেন সত্যজিৎ রায়। তবে বলিউডের চিরাচরিত রোম্যান্টিক হিরো নয়, অন্যধারার অভিনয়ের জন্যই বরাবর আলোচনায় উঠে এসেছেন শশী। 'বোম্বে টকিজ', 'শেক্সপীয়রওয়ালা', 'জুনুন', 'আওয়ারা'-র মতো সিনেমায় নজর কেড়েছিলেন। (ছবি সৌজন্য : টুইটার)
6/12
Shashi Kapoor Birth Anniversary 7
ব্রিটিশ অভিনেত্রী জেনিফার কেন্ডালকে বিয়ে করেন শশী কাপুর। জেনিফার ও শশী কাপুরের প্রেম এক অন্যতম আলোচিত অধ্যায়।পাঁচের দশকে অভিনয়ের উৎস সন্ধানে থিয়েটারে যোগ দিতে শশী চলে আসেন কলকাতায়। জিওফ্রে কেন্ডাল তখন শেক্সপিয়ারিয়ানা দল নিয়ে কলকাতায়। সেই দলের প্রধান অভিনেত্রী ছিলেন জিওফ্রে মেয়ে জেনিফার। শশী কাপুরও কাজ শুরু করেন শেক্সপীয়ারিয়ানা দলের সঙ্গে। আর সেই থিয়েটারের দলে কাজ করতে করতে একে অপরের প্রেমে পড়েন জেনিফার ও শশী। (ছবি সৌজন্য : টুইটার)
7/12
Shashi Kapoor Birth Anniversary 6
যদিও প্রথমে শশী কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক মেনে নিতে চাননি জেনিফারের বাবা জিওফ্রে। পরে অবশ্য শশী কাপুরের বৌদি গীতা বালির (শাশ্মী কাপুরের স্ত্রী) সাহায্যেই ১৯৫৮ সালে বিয়ে করেন শশী কাপুর ও জেনিফার কেন্ডাল। শোনা যায় শশী কাপুরের এই শৃঙ্খলা পরায়ণজীবন জেনিফারের জন্যই গড়ে উঠেছিল বলে শোনা যায়। (ছবি সৌজন্য : টুইটার)
8/12
Shashi Kapoor Birth Anniversary 5
9/12
Shashi Kapoor Birth Anniversary 4
10/12
Shashi Kapoor Birth Anniversary 3
11/12
Shashi Kapoor Birth Anniversary 2
12/12
Shashi Kapoor Birth Anniversary 1
photos