নেপিয়ারে নজির 'গব্বর'-এর, সৌরভকে টপকে লারাকে ছুঁলেন শিখর ধাওয়ান

| Jan 23, 2019, 13:47 PM IST
1/8

1

নেপিয়ারে নজির 'গব্বর'-এর, সৌরভকে টপকে লারাকে ছুঁলেন শিখর ধাওয়ান

# বুধবার নেপিয়ারে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে একদিনের ক্রিকেটে ৫০০০ রানের মাইলস্টোন স্পর্শ করলেন শিখর ধাওয়ান।

2/8

2

নেপিয়ারে নজির 'গব্বর'-এর, সৌরভকে টপকে লারাকে ছুঁলেন শিখর ধাওয়ান

# ১১৮ ইনিংসে একদিনের ক্রিকেটে ৫০০০ রানের মাইলস্টোন ছুঁলেন তিনি।

3/8

3

নেপিয়ারে নজির 'গব্বর'-এর, সৌরভকে টপকে লারাকে ছুঁলেন শিখর ধাওয়ান

# ব্রায়ান লারাও ১১৮ ইনিংসে একদিনের ক্রিকেটে ৫০০০ রানের গণ্ডি টপকেছিলেন। বিশ্ব ক্রিকেটে বাঁ হাতি ব্যাটসম্যানদের নিরিখে দ্রুততম ৫০০০ রানের মাইলস্টোন স্পর্শ করার ক্ষেত্রে যুগ্মভাবে শীর্ষে লারা ও ধাওয়ান।

4/8

4

নেপিয়ারে নজির 'গব্বর'-এর, সৌরভকে টপকে লারাকে ছুঁলেন শিখর ধাওয়ান

# একদিনের ক্রিকেটে দ্রুততম ৫০০০ রানের রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার হাসিম আমলার দখলে। ১০১ ইনিংসে তিনি ৫০০০ রানের গণ্ডি টপকে যান।

5/8

5

নেপিয়ারে নজির 'গব্বর'-এর, সৌরভকে টপকে লারাকে ছুঁলেন শিখর ধাওয়ান

# ভারতীয়দের মধ্যে একদিনের ক্রিকেটে দ্রুততম ৫০০০ রান করেন বিরাট কোহলি। ১১৪ ইনিংসে তিনি পাঁচ হাজার রান করেন। ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডসও ১১৪ ইনিংসে একদিনের ক্রিকেটে ৫০০০ রান পূর্ণ করেন।

6/8

6

নেপিয়ারে নজির 'গব্বর'-এর, সৌরভকে টপকে লারাকে ছুঁলেন শিখর ধাওয়ান

# একদিনের ক্রিকেটে দ্রুততম ৫০০০ রানের নিরিখে ভারতীয়দের মধ্যে বিরাট কোহলির পরেই রয়েছেন শিখর ধাওয়ান। বিশ্ব ক্রিকেটে ক্রম তালিকায় শিখর রয়েছেন ৫ নম্বরে।  

7/8

7

নেপিয়ারে নজির 'গব্বর'-এর, সৌরভকে টপকে লারাকে ছুঁলেন শিখর ধাওয়ান

# একদিনের ক্রিকেটে দ্রুততম ৫০০০ রানের তালিকায় ৯ নম্বরে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। ১২৬ ইনিংসে ৫০০০ রান করেন তিনি।

8/8

8

নেপিয়ারে নজির 'গব্বর'-এর, সৌরভকে টপকে লারাকে ছুঁলেন শিখর ধাওয়ান

# বিশ্ব ক্রিকেটে বাঁ হাতি ব্যাটসম্যানদের নিরিখে দ্রুততম ৫০০০ রানের মাইলস্টোন স্পর্শ করার ক্ষেত্রে যুগ্মভাবে শীর্ষে লারা ও ধাওয়ান। তাদের পরেই রয়েছেন সৌরভ গাঙ্গুলি।