Shilpa-র মেয়ের জন্মদিন, ছবি শেয়ার করলেন অভিনেত্রী

Feb 15, 2021, 20:00 PM IST
1/6

এক বছরে পড়ল শিল্পা শেট্টির মেয়ে সমীশা শেট্টি কুন্দ্রা। শিল্পার মেয়ের এক বছরের জন্মদিনে, তাকে ভালবাসায় ভরিয়ে দেন বলিউডের একাধিক তারকা 

2/6

শিল্পা শেট্টি নিজের সোশ্যাল হ্যান্ডেলে মেয়ের একটি ভিডিয়ো শেয়ার করেন। যা দেখে অভিনেত্রীর অনুরাগীরা খুশি হয়ে যান। গত এক বছর ধরে মেয়েকে পাপারাৎজির সামনে আনেননি শিল্পা। এবার সেই রাখঢাক সরিয়ে মেয়ের মুখ প্রকাশ করলেন অভিনেত্রী 

3/6

শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার মেয়ের ভিডিয়ো দেখে সমীতা শেট্টি, সুনীতা কাপুর, নীলম কোঠারি, মাহিপ কাপুর, তাহিরা কাশ্যপ, অনিতা হাসনন্দানি, কণিকা কাপুর-সহ অনেকে ভালবাসা জানাতে শুরু করেন 

4/6

রাজ কুন্দ্রাও নিজের সোশ্যাল হ্যান্ডেলে মেয়ের এক বছরের জন্মদিনের ভিডিয়ো শেয়ার করেন 

5/6

প্রসঙ্গত ছেলে ভিয়ানের জন্মের বেশ কয়েক বছর পর জন্ম হয় সমীশার। সারোগেসির মাধ্যমেই শিল্পা দ্বিতীয়বার মা হন 

6/6

ভিয়ানের জন্মের পর বেশ কয়েকবার গর্ভপাতের সম্মুখীন হন শিল্পা শেট্টি। এরপরই রাজ এবং শিল্পা সারোগেসির সিদ্ধান্ত নেন বলে জানা যায়