যা করেছে একেবারে ঠিক, শুভেন্দু-স্তুতি গেয়ে ইঙ্গিত আর এক TMC বিধায়কের!
Nov 27, 2020, 21:45 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: আমি শুভেন্দুর ফ্যান। যা করেছে একেবারে ঠিক। তিন-চারটি জেলার ভালো সংগঠক। শীলভদ্র দত্তের মুখে শুভেন্দু-স্তুতি। এর পাশাপাশি আগামী নিয়েও ইঙ্গিতবাহী বার্তা দিলেন বারাকপুরের তৃণমূল বিধায়ক। বললেন,'ভবিষ্যৎই বলবে কোন দলে থাকব।'
2/5
শুভেন্দুর মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া রাজ্যের মানুষের স্বার্থে ক্ষতি বলে মনে করেন শীলভদ্র। তাঁর ব্যজস্তুতি ,মুখ্যমন্ত্রীই ঠিক করেন মন্ত্রী কে হবেন আর কে থাকবেন। তবে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী ভাল কাউকে পেয়ে গিয়েছেন।
photos
TRENDING NOW
3/5
চলতি মাসের শুরুতেই পিকে-কে নিশানা করে শীলভদ্র বলেছিলেন,''একটা বাজারি কোম্পানি এখানে টাকা নিয়ে ভোট করাতে এসেছে। তারা বলছে ভোট করাবে। আমাকে রাজনীতির জ্ঞান দিচ্ছে। এই পরিবেশে আর মানিয়ে নিতে পারছি না।''
4/5
তবে কি বিজেপির পথে? সরাসরি অস্বীকার করেননি শীলভদ্র। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ভবিষ্যৎই বলবে কোন দিকে থাকব! দুই-এক দিনের মধ্যেই নিরাপত্তারক্ষী ছেড়ে দেবেন বলেও জানান শীলভদ্র।
5/5
মুকুল রায়ের ঘনিষ্ঠ শীলভদ্র দত্ত। অনেকেই ভেবেছিলেন তিনি বোধহয় মুকুলের পথেই হাঁটবেন। তবে তা করেননি। এবার বিধানসভা ভোটের আগে শীলভদ্র কি দলত্যাগ করবেন? তার উত্তর দেবে আগামী।