যা করেছে একেবারে ঠিক, শুভেন্দু-স্তুতি গেয়ে ইঙ্গিত আর এক TMC বিধায়কের!

Nov 27, 2020, 21:45 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন:  আমি শুভেন্দুর ফ্যান। যা করেছে একেবারে ঠিক। তিন-চারটি জেলার ভালো সংগঠক।  শীলভদ্র দত্তের মুখে শুভেন্দু-স্তুতি। এর পাশাপাশি আগামী নিয়েও ইঙ্গিতবাহী বার্তা দিলেন বারাকপুরের তৃণমূল বিধায়ক। বললেন,'ভবিষ্যৎই বলবে কোন দলে থাকব।'    

2/5

শুভেন্দুর মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া রাজ্যের মানুষের স্বার্থে ক্ষতি বলে মনে করেন শীলভদ্র। তাঁর ব্যজস্তুতি ,মুখ্যমন্ত্রীই ঠিক করেন মন্ত্রী কে হবেন আর কে থাকবেন। তবে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী ভাল কাউকে পেয়ে গিয়েছেন। 

3/5

চলতি মাসের শুরুতেই পিকে-কে নিশানা করে শীলভদ্র বলেছিলেন,''একটা বাজারি কোম্পানি এখানে টাকা নিয়ে ভোট করাতে এসেছে। তারা বলছে ভোট করাবে। আমাকে রাজনীতির জ্ঞান দিচ্ছে। এই পরিবেশে আর মানিয়ে নিতে পারছি না।''     

4/5

তবে কি বিজেপির পথে? সরাসরি অস্বীকার করেননি শীলভদ্র। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ভবিষ্যৎই বলবে কোন দিকে থাকব! দুই-এক দিনের মধ্যেই নিরাপত্তারক্ষী ছেড়ে দেবেন বলেও জানান শীলভদ্র।

5/5

মুকুল রায়ের ঘনিষ্ঠ শীলভদ্র দত্ত। অনেকেই ভেবেছিলেন তিনি বোধহয় মুকুলের পথেই হাঁটবেন। তবে তা করেননি। এবার বিধানসভা ভোটের আগে শীলভদ্র কি দলত্যাগ করবেন? তার উত্তর দেবে আগামী।