1/5
2/5
শুভেন্দু অধিকারীর সভার আগেই এলাকায় হঠাৎ একাধিক শিবসেনার পতাকা কেন? তবে কি নতুন কোনও রাজনৈতিক সমীকরণ? রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে তুমুল জল্পনা। উল্লেখ্য, রবিবার মহিষাদলে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়ালের স্মরণসভা। এই স্মরণসভা কোনও রাজনৈতিক ব্যানারে হচ্ছে না। সভা হচ্ছে তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির ব্যানারে। আর এই সমিতির সভাপতি স্বয়ং শুভেন্দু অধিকারী।
photos
TRENDING NOW
3/5
4/5
আর গেরুয়া শিবির বলছে, শুভেন্দু অধিকারীর পদ্মশিবিরে যোগ দেওয়ার এখনও কোনও নিশ্চিত খবর নেই। বিজেপি তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি তপন ব্যানার্জি বলেন, প্রত্যেক রাজনৈতিক দলেরই অধিকার রয়েছে পতাকা দেওয়ার। প্রসঙ্গত, মহারাষ্ট্রের দল শিবসেনা একবারই ২০০৯-এ লোকসভা ভোটে তমলুকে প্রার্থী দিয়েছিল। তারপর আর কোনও ভোটেই শিবসেনাকে দেখা যায়নি। তাছাড়া পূর্ব মেদিনীপুর জেলায় শিবসেনার কোনও সংগঠনও নেই।
5/5
photos