সচিন-সৌরভ-কোহলিকে নিয়ে বিরাট বয়ান দিলেন শোয়েব

Apr 27, 2020, 19:03 PM IST
1/5

সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি, রোহিত শর্মা- চার ভারতীয় ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার।  

2/5

হ্যালো অ্যাপ লাইভ চ্যাটের মাধ্যমে শোয়েব সচিন সম্পর্কে বলেন, "বাইশ গজে তেন্ডুলকরের মতো ভদ্র,বিনয়ী ও শান্ত ক্রিকেটার দেখিনি। " স্লেজিংয়ের জবাব মাস্টার ব্লাস্টার ব্যাটেই দিতেন বলছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।

3/5

তবে সব প্রতিকূলতা দূরে সরিয়ে সৌরভ গাঙ্গুলি যেভাবে রাজকীয় ঢঙে দলে বার বার কামব্যাক করেছেন, তার প্রশংসা করেন শোয়েব।  

4/5

শোয়েব আখতারের মতে,  ব্যাটিং প্রতিভা আর আগ্রাসান দিয়েই বিশ্বসেরা হয়েছেন কিং কোহলি।

5/5

তবে শোয়েবের মতে, টাইমিংয়ের দিক থেকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা।