1/5
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
এ দিন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাতে পদ্মপতাকা তুলে দেন অমিত শাহ (Amit Shah)। তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন শিশিরপুত্র। এরপর শুভেন্দু বলতে শুরু করেন,'আজকে পৃথিবীর সবচেয়ে বড় পার্টিতে যোগ দিলাম। জাতীয়তাবাদ, বহুত্ববাদ, দেশপ্রেমে বিশ্বাস করে এই দল। 'বসুধৈব কুটুম্বকম', 'সর্বজন হিতায় সর্বজন সুখায়' আদর্শ মেনে চলে।'
5/5
শাহের সঙ্গে তাঁর অতীত-সাক্ষাতের কথাও উল্লেখ করেন শুভেন্দু। বলেন,'আমার বড় ভাই, আমার দাদা দেশের গৌরব স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৯ সালে নির্বাচনে জেতার পর যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে যা প্রতিশ্রুতি দিয়েছেন, তা পূরণ করেছেন। শুভেন্দু অধিকারি বিজেপিতে যোগদানের পরপরই রাজ্যে বিজেপির আত্মবিশ্বাস বেড়ে গেল একলাফে। আর তার ওপরে ভর করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) ঘোষণা করে দিলেন একুশের নির্বাচনে ২০০ বেশি আসন পাবে বিজেপি।
photos