শীতের শুরুতে তুষারপাত, বরফে ঢাকল সিকিম

Nov 05, 2020, 13:21 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: হিমেল পরশ লেগেছে শহরবাসীর গায়ে। কাকভোরে হালকা শিরশিরানি জানান দিচ্ছে খুব শীঘ্রই আসছে শীত। ইতিমধ্যে বরফ পড়া শুরু হয়েছে উত্তর সিকিম। বলা যেতে পারে এ বছরের প্রথম তুষারপাত। 

2/5

সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে লাচুং, ইয়ুমথাম ভ্যালি।

3/5

সারা রাত ধরে চলেছে তুষারপাত। বরফে ঢেকে গিয়েছে গাছপালা রাস্তাঘাট। শীত শুরুতেই পাহাড়ের এমন দৃশ্য সহজেই টানছে বাঙালির মনকে। 

4/5

২৭০০ মিটার উঁচুতে এখন শুধুই বরফ। অন্যদিকে আবহাওয়াবিদরা জানাচ্ছেন ৫৮ বছরেও এমন শীত পড়েনি যা এ বছর পড়ার সম্ভাবনা রয়েছে প্রবল। 

5/5

ভারতের অন্যপ্রান্তে কমেছে তাপমাত্রা। কাশ্মীর জম্মু শ্রীনগর শূন্য ছুঁয়েছে তাপমাত্রার পারদ।