1/5
2/5
শনিবারই শহরে এসে উপস্থিত হয়েছেন মোহনাবাগানের সচিব দেবাশীষ দত্ত সহ সমর্থকেরা। গোটা শহরকে সবুজ-মেরুনে সাজিয়ে তুলেছেন তারা। শিলিগুড়ির হিলকার্ট রোড থেকে মিছিল করে পৌঁছায় মোহনবাগান অ্যাভিনিউতে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিড়াপ্রেমীরা , শিলিগুড়ি পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র সহ মেয়র পারিষদ ও জেলা শাসক সহ শিলিগুড়ি পুলিশ কমিশনার। গান গেয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন মেয়র গৌতম দেব। -তথ্য-নারায়ণ সিংহ রায়, ছবি-পার্থ প্রতিম দাস
photos
TRENDING NOW
3/5
মোহনবাগান অ্যাভিনিউয়ের ফলক উদ্বোধন করেন মেয়র গৌতম দেব-সহ মোহনবাগান ক্লাবের সচিব দেবাশীষ দত্ত। এরপর মোহনবাগান অ্যাভিনিউয়ে হাঁটেতে হাঁটতে মেয়র গৌতম দেব জানান , "ইস্টবেঙ্গল লেনও হবে। তাদের কর্তাদের সাথে কথা হয়েছে। তারিখ চুড়ান্ত হলেই ইস্টবেঙ্গল লেনের কাজও শুরু হবে৷ মোহনবাগান এগিয়ে গেলে পাশে ইস্টবেঙ্গল না দৌঁড়লে লড়াই জমবে না৷ এই লড়াই শতাব্দী প্রাচীন লড়াই। -তথ্য-নারায়ণ সিংহ রায়, ছবি-পার্থ প্রতিম দাস
4/5
5/5
অন্যদিকে ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়েই শুরু করেন মোহবাগান সচিব দেবাশীষ দত্ত। তিনি বলেন , "যেটা প্রথমে হয় সেটাই সকলে মনে রাখে। এরপর অনেক থাকবে তা আর অত মাথায় থাকবে না। শুধুমাত্র শিলিগুড়ি নয় , পশ্চিমবঙ্গেত ইতিহাসে কোথাও কখনও এমন হয়নি। ১৩৫ বছর ক্লাবের বয়স হতে চলল। কলকাতার বাইরে এটা হবে কেউ কখনও ভাবেনি। মেয়র এবং ডেপুটি মেয়রের সাথে কথা হয়৷ তারা ব্যাপক উৎসাহ দেখান গোটা বিষয়টাকে নিয়ে। এটা একটা ঐতিহাসিক কাজ। শিলিগুড়ির অক্সিজেন নেওয়ার জায়গা একমাত্র মোহনবাগান অ্যাভিনিউ হবে।" -তথ্য-নারায়ণ সিংহ রায়, ছবি-পার্থ প্রতিম দাস
photos