Siliguri: শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত চলবে কাচ ঘেরা ভিস্টাডোম কোচ, পুজোর আগে নয়া উপহার রেলের

Aug 26, 2021, 17:55 PM IST
1/6

পর্যটকদের ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিল ভারতীয় রেল। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত একটি ভিস্টাডোম কোচ চালানোর সিদ্ধান্ত নিল রেল।

2/6

আপাদমস্তক কাচ ঘেরা ভিস্টাডোম এই কোচকে সাজানোর ব্যাপারে কোনও খামতি রাখেনি রেল।

3/6

ডিআরএম দিলীপ কুমার সিংয়ের কথায়, শুধুমাত্র ভিস্টাডোম কোচে যাতায়াতই নয়,পর্যটকদের মনোরঞ্জনের জন্য ব্যবস্থাও থাকছে কোচে। টি থেকে লাঞ্চ, সব ব্যবস্থাই থাকছে কোচে।

4/6

শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের বিভিন্ন স্টেশনের ঐতিহ্য ওই কোচে তুলে ধরা হবে। ডুয়ার্সের বিভিন্ন চা বাগানের চায়ের স্বাদ যাতে পর্যটকরা যাতে পান তার ব্যবস্থা থাকছে।

5/6

রেল সূত্রে খবর, ইতিমধ্যেই আগামী কয়েক দিনের জন্য বুকিং হয়ে গিয়েছে।

6/6

বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও কাটিহার ডিভিশনের ডিআরএম-সহ রেলের আধিকারিকের উপস্থিতিতে ভিস্টাডোমের ট্রায়াল রান হচ্ছে।