1/8
2/8
photos
TRENDING NOW
3/8
তাঁর জন্ম (অবিভক্ত বাংলার) যশোর জেলায়। ছোটবেলা থেকেই ছিলেন তুখোড় এবং প্রত্যুৎপন্নমতি। পড়াশোনা শুরু বাবারই প্রতিষ্ঠিত স্কুলে। ১৮৭২ সালে কলকাতার হেয়ার স্কুলে এসে ভর্তি হন। কিন্তু রক্ত আমাশায় রোগের কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটে। বাধ্য হয়ে গ্রামে ফিরে যান। গ্রামে থাকার সময়টাতেই তাঁর জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। বাবার গ্রন্থাগারে প্রচুর বই পান। শুরু হয় গ্রন্থপাঠ। এই বিপুল ও বিচিত্র পড়াশোনা তাঁর মনের গঠনে ও বিকাশে বিশেষ সহায়ক হয়।
4/8
তবে তাঁর উচ্চশিক্ষা থেমে থাকে না। ১৮৭৪ সালে প্রফুল্লচন্দ্র ফের কলকাতায় আসেন। অ্যালবার্ট স্কুলে ভর্তি হন। এই স্কুল থেকেই ১৮৭৮ সালে স্কুল ফাইনাল উত্তীর্ণ হন। এরপর মেট্রোপলিটন কলেজে ভর্তি হন। ১৮৮১ সালে এখান থেকেই এফ এ পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পাশ করেন এবং প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। প্রেসিডেন্সি থেকে গিলক্রিস্ট বৃত্তি নিয়ে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান। এই বিশ্ববিদ্যালয় থেকেই বিএসসি পাশ করেন। পরবর্তীকালে এডিনবরা বিশ্ববিদ্যালয়েই ডিএসসি ডিগ্রির জন্য গবেষণা শুরু করেন প্রফুল্লচন্দ্র।
5/8
6/8
7/8
8/8
photos