দ্রুততম দু'হাজার রানের মালিক! ভারতের এই মেয়ে পিছনে ফেললেন কোহলি, সৌরভকে

Nov 07, 2019, 18:48 PM IST
1/5

স্মৃতির রেকর্ড

স্মৃতির রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম দুহাজার রান। ভারতের মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধনা পিছনে ফেললেন বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলির মতো তাবর ব্যাটসম্যানদের। 

2/5

স্মৃতির রেকর্ড

স্মৃতির রেকর্ড

৫১ ইনিংস খেলে ২০২৫ রান করেছেন স্মৃতি। এর আগে ৪১ ইনিংসে দুহাজার রান করেছিলেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক। আরেক অজি ক্রিকেটার মেগ ল্যানিং দুহাজার রান করেছিলেন ৪৫ ইনিংসে।

3/5

স্মৃতির রেকর্ড

স্মৃতির রেকর্ড

এদিন অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬৩ বলে ৭৪ রান করেন স্মৃতি। এই ম্যাচে জয় তুলে নিয়েছে ভারত। 

4/5

স্মৃতির রেকর্ড

স্মৃতির রেকর্ড

স্মৃতির আগে রয়েছেন একমাত্র শিখর ধাওয়ান। গব্বর দুহাজার রান পূর্ণ করেছেন ৪৮ ইনিংস খেলে। মাত্র ৪০ ইনিংসে দুহাজার রান পূর্ণ করে সবার উপরে রয়েছেন হাসিম আমলা।

5/5

স্মৃতির রেকর্ড

স্মৃতির রেকর্ড

বিরাট কোহলি (৫৩ ইনিংস), সৌরভ গাঙ্গুলি (৫২ ইনিংস) ও নভজ্যোত সিং সিধুর (৫২ ইনিংস) মতো তারকা ব্যাটসম্যানদের পিছনে ফেলে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের আরেক নক্ষত্র স্মৃতি।