Snana Yatra 2024: প্রায় ৫০ বছর পরে মোক্ষ-যোগ! ২৮ ঘড়া গঙ্গাজল, দেড় মন দুধে গ্র্যান্ড স্নান মাহেশে...
Mahesh Snana Yatra 2024: রথযাত্রার দিন গোনা শুরু স্নানযাত্রার মধ্যে দিয়েই। শনিবার মাহেশে হল স্নানযাত্রা উৎসব। এই রথযাত্রা এবার পড়তে চলেছে ৬২৮ তম বর্ষে। ৪৭ বছর পর মোক্ষ যোগে হচ্ছে এই স্নানযাত্রা।
বিধান সরকার: রথযাত্রার দিন এবার গোনা শুরু এই স্নানযাত্রার মধ্যে দিয়েই। আজ, শনিবার মাহেশেও যথারীতি হল স্নানযাত্রা উৎসব। মাহেশের রথযাত্রা এবার পড়তে চলেছে ৬২৮ তম বর্ষে। ৪৭ বছর পর মোক্ষ যোগে হচ্ছে এই স্নানযাত্রা। সকাল সাড়ে পাঁচটায় জগন্নাথদেবকে বের করে প্রাণমঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে ৬.২০ থেকে শুরু হয় স্নানযাত্রা উৎসব। স্নানপিঁড়ি মাঠে তখন অগণিত ভক্তের সমাবেশ ঘটেছে।
1/6
গঙ্গাজল ও দুধ
photos
TRENDING NOW
5/6
এবার স্নানমঞ্চেই
6/6
বিশেষ পুজো
photos