'কিছু লোক চায় না কৃষকরা ফসলের বেশি দাম পান, বিরোধীদের কথায় ভুলবেন না'

Sep 29, 2020, 19:39 PM IST
1/5

কৃষি আইনের প্রতিবাদে উত্তাল পঞ্জাব, হরিয়ানা, কর্ণাটক। রেল আটকে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন পঞ্জাবের কৃষকরা। এমনকি এই আইনের প্রতিবাদে ইন্ডিয়া গেটে ট্রাক্টরও পুড়েছে। এনিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী।

2/5

উত্তরাখণ্ডের একাধিক প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক রয়েছে যারা চায় না কৃষি পণ্য বিক্রি বেশি লাভ পান কৃষকরা। দেশের যে কোনও জায়গায় তাদের মাল বিক্রি করুন।

3/5

প্রধানমন্ত্রী বলেন, নতুন কৃষি আইন এমনভাবে করা হয়েছে যেখানে কৃষকরা আর ফোড়েদের ওপরে নির্ভরশীল হয়ে থাকবেনা না। আগে তাঁরা ফোড়েদের কাছে কম দামে কৃষি পণ্য বিক্রি করতে বাধ্য হতেন।

4/5

বিরোধীদের নিশানা করে মোদী বলেন, বিরোধীরা বহুদিন ধরেই কৃষি ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের কথা বলে আসছে। কিন্তু তা কখনও বাড়ায়নি। এনডিএ আমলেই তা স্বামীনাথন কমিশনের সুপারিশ মোতাবেক ধার্য করা হয়েছে।

5/5

কৃষকদের প্রধানমন্ত্রীর আশ্বাস, বিরোধীদের কথায় ভুলবেন না। কৃষকরা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পাবেন। তা বন্ধ করে দেওয়া হচ্ছে না।