বাগদান থেকে বিয়ে, উঠে এল বাঙালি কন্যা মধুরিমার সঙ্গে সোনুর নিগমের বিয়ের কিছু মুহূর্ত

Jun 25, 2020, 20:45 PM IST
1/10

গানের জগতে সোনু নিগম হয়ত অনেকেরই প্রিয় গায়ক, তাঁর ব্যক্তিগত জীবন, প্রেমি বিয়ে নিয়ে মানুষের কৌতুহল আছে বৈকি...

2/10

১৯৯৫ সালের ২৪ ডিসেম্বর ১৫ বছরের ছোট মধুরিমার সঙ্গে সোনু নিগমের প্রথম দেখা ও আলাপ। একটি অনুষ্ঠানে গিয়ে আলাপ হয়েছিল তাঁদের। প্রথম দেখাতেই বাঙালি কন্যা মধুরিমাকে সোনুর ভালো লেগেছিল বলে জানা যায়।

3/10

২০০২ সালে সোনু আর মধুরিমা ঠিক করেন তাঁরা বিয়ে করবেন। ভ্যালেন্টাইনস ডে-র দিনই তাঁদের বাগদান হয়ে যায়।

4/10

রীতি মেনে ঘটা করেই আয়োজিত হয়েছিল সোনু নিগম ও মধুরিমার বিয়ের অনুষ্ঠান। ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসেছিলেন সোনু। 

5/10

সোনু ও মধুরিমার বিয়েতে আমন্ত্রিত ছিলেন মোট ৭০০ জন। সোনুর পরিবারের রীতি মেনে নিরামিষ খাবারই খাওয়ানো হয়েছিল। যে অতিথি তালিকায় ছিলেন শিল্পা শেঠি, অনুপ জালোটার মতো ব্যক্তিদের নাম।

6/10

২০০৭ সালে সোনু ও মধুরিমার জীবনে আসে তাঁদের প্রথম সন্তান নিভান। ছেলের জন্মের পর থেকে নিভানকে ঘিরেই এগিয়ে যায় সোনু ও মধুরিমার জীবন। 

7/10

সোনু এক সাক্ষাৎকারে বলেন, মধুরিমাকে পেয়ে ভীষণই খুশি, কারণ, মধুরিমা তাঁর পরিবারের যত্ন নেন। এমনকি মধুরিমা একজন ভালো মা।

8/10

মধুরিমার কথায়, স্বামী হিসাবে সোনুর তাঁর কাছে অনুপ্রেরণা। পরবর্তীকালে মধুরিমা তাঁর জামাকাপড়ের একটি ব্র্যান্ড-এর উদ্বোধন করেন। এমনকি সোনুর মিউজিক কনসার্টের সমস্ত পোশাক ডিজাইন করেন মধুরিমা নিজেই।

9/10

মধুরিমার কথায়, ''সোনু স্বামী হিসাবেও যেমন অসাধারণ, তেমনই বাবা হিসাবে। আর ও একজন সৃজনশীল মানুষ। বিবাহিত জীবনে আমরা একে অপরের থেকে অনেক কিছুই শিখেছি। ''

10/10

সোনু ও মধুরিমা দীর্ঘ ১৮ বছর ধরে সুখী জীবন কাটাচ্ছেন।