মহামারীর বিষপ্রহরেও অপুকে শেষ বিদায় জানালেন অগণিত ভক্ত

Nov 15, 2020, 23:11 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন: শিল্পী হিসেবে যে আকাশছোঁয়া সম্মান আর সাগরছেঁচা ভালবাসা তিনি পেয়েছেন, বাংলার মানুষই তাঁকে তা দিয়েছে। বেঁচে থাকতে বারবার বলতেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বিদায়বেলাতেও তিনি হয়ে উঠলেন মানুষের সৌমিত্র। 

2/8

অভিনেতাকে শেষ বিদায় জানাতে ভক্তদের ঢল নামল রবীন্দ্রসদন চত্বরে। হাতে সৌমিত্রর ছবির কাটআউট নিয়ে ভিড় করলেন বহু মানুষ। 

3/8

প্রিয় শিল্পীর মৃত্যুর খবর পেতেই বহু উদ্বেল মানুষ ঘরের নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে বেরিয়ে পড়েন। 

4/8

হয়তো এমন সব গুণমুগ্ধদের জন্যই রাজা লিয়রের মুকুট মাথায় তুলে নেন তিনি। ফিল্মে অভিনয়ের সুবাদে যশ, খ্যাতি, আন্তর্জাতিক স্বীকৃতি- পেয়েছেন  অনেক। প্রাপ্তির ভরা ঝুলি নিয়েই নাটকের মঞ্চে লিয়রের মুকুট পরেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। 

5/8

রাজ্যপাট থাকতে সত্যের আলো দেখতে পাননি কিং লিয়র। দেখেছিলেন সব হারিয়ে। লিয়রের চরিত্রে ঢুকে তাই প্রাপ্তির মুঠো খুলে দেন এই কিংবদন্তী। বলেছিলেন, সাধারণ দর্শকদের প্রতি এ হল তাঁর কৃতজ্ঞতা, কারণ তাঁরাই হলেন শিল্পীর নির্মাতা। 

6/8

শিল্পী চলে গেলেও সিলভার স্ক্রিনে রেখে গেলেন সুখ-দুঃখ, আনন্দ-বিরহের মুহূর্ত। 

7/8

সত্যিই! মহামারীর বিষপ্রহরের মধ্যেও যেন ভালবাসার আবোল তাবোল সঙ্গে করে নিয়ে গেলেন তিনি। 

8/8

এ দিন বিদায়বেলায় শ্মশান পর্যন্ত হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।