২০০৩ বিশ্বকাপ না ন্যাটওয়েস্ট ট্রফি জয়? দুই-এর মধ্যে কোনটা এগিয়ে, কী জানালেন সৌরভ!

Jul 06, 2020, 13:51 PM IST
1/5

২০০২ সালে ইংল্যান্ডের মাটিতে লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে ইতিহাস গড়েছিল সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। কেরিয়ারের সেরা ম্যাচ বলেই তা উল্লেখ করেছেন সৌরভ।

2/5

২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল সৌরভের ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় টিম ইন্ডিয়ার।

3/5

 ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ওঠা এবং ন্যাটওয়েস্ট ট্রফি জয় সৌরভ গাঙ্গুলির ক্রিকেটিয় জীবনে দুটি স্মরণীয় ঘটনা। দুই-এর মধ্যে কোনটা এগিয়ে রাখবেন তা নিজেই জানালেন সৌরভ। বিসিসিআই-এর টুইটার হ্যান্ডেল-এ মায়াঙ্ক আগরওয়ালকে একটি সাক্ষাত্কার দিয়েছেন বিসিসিআই সভাপতি। সেখানেই তিনি একথা বলেন।

4/5

দুটি ম্যাচকে একই পর্যায়ে ফেলতে চান না বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট। সৌরভ বলেন, " ন্যাট ওয়েস্ট ফাইনালের একটা অন্যরকম অনুভূতি।ইংল্যান্ডে শনিবার লর্ডসে খেলা মানেই এক অনন্য অনুভূতি। ভরা লর্ডসে খেলা আলাদা ব্যাপার। ২০০২ সালে ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট ফাইনাল আমার ক্রিকেট কেরিয়ারের অন্যতম সেরা ম্যাচ।"  

5/5

এদিকে ২০০৩ বিশ্বকাপ প্রসঙ্গে সৌরভ বলেন, " ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপও আমার জীবনে আলাদা একটা জায়গা নিয়ে থাকবে। সেইসময় তো অস্ট্রেলিয়া বিশ্বের সর্বকালের অন্যতম সেরা দল ছিল। ফাইনালে আমরা বিশ্রীভাবে হারি। ফাইনালে পন্টিংয়ের দলকে বাদ দিয়ে ওই বিশ্বকাপে ভারতীয় দল যেভাবে সারা বিশ্বে সাড়া জাগিয়েছিল, তাতে আমি গর্বিত। ওটা অবশ্যই আমার বিরাট একটা প্রাপ্তি। "