বিসিসিআইয়ে আমি ও জয় শাহ অভিজ্ঞ, বাকিরা তরুণ, শহরে ফিরে বললেন সৌরভ

Oct 15, 2019, 18:16 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: বিসিসিআই সভাপতি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আনুষ্ঠানিক ঘোষণাটাই খালি বাকি। মঙ্গলবার কলকাতায় ফিরলেন প্রশাসক সৌরভ। তাঁকে শতাধিক গোলাপের মালায় স্বাগত জানানো হয়।  প্রথম শ্রেণির ক্রিকেটে বদল এনে ভবিষ্যত ক্রিকেটারদের তুলে আনা তাঁর অগ্রাধিকার বলে জানান সৌরভ। 

2/5

ক্রিকেটার থেকে বিসিসিআইয়ের সভাপতি। কেমন লাগছে? সৌরভ বলেন, ''নতুন দায়িত্বে আশা করি ভালো কাজ করব।''  

3/5

সৌরভ আরও বলেন,''কঠিন পরিস্থিতিতে বোর্ডের দায়িত্ব নিতে চলেছি। এটাই আমার আত্মবিশ্বাস বাড়াবে।  এটা ভেবে খুশি সকলে আমার উপরে আস্থা রেখেছেন। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।''

4/5

বিসিসিআইয়ের নতুন বোর্ড তরুণ। সচিবের পদে রয়েছেন অমিতের ছেলে জয় শাহ। সৌরভের মতে, জয় ও তাঁর প্রশাসক হিসেবে অভিজ্ঞতা রয়েছে। বাকিরা তরুণ। তাঁর কথায়, ''আমি ও জয় শাহ অভিজ্ঞ। বাকিরা নতুন। সচিবের বয়স ৩২। আমার ৪৬। নবীন আমরা। সবাই মিলে ক্ষমতা অনুযায়ী সেরাটা দেওয়ার চেষ্টা করব। খামতি থাকবে না।''   

5/5

প্রশাসক হিসেবে এবার কী করবেন? অগ্রাধিকার স্পষ্ট করে দিলেন সৌরভ। বললেন,'' প্রথম শ্রেণির ক্রিকেটে বদল আনতে চাই। সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আলোচনা করি। কিন্তু তরুণ ক্রিকেটাররাই দেশের ভবিষ্যত। তাই তৃণমূলস্তর থেকে বদল আনতে হবে।''