পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দক্ষিণ আফ্রিকার মহিলা জাতীয় দলের ক্রিকেটার!

| Apr 08, 2019, 16:23 PM IST
1/4

1

পথ দুর্ঘটনায় প্রাণ গেল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন মহিলা ক্রিকেটার এলরিয়েসা থিউনিসেন-ফোরির।

2/4

2

জাতীয় দলের হয়ে তিনটি একদিনের ম্যাচ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন এলরিয়েসা।  ২০১৩ বিশ্বকাপ দলেও ছিলেন তিনি।

3/4

3

মর্মান্তিক পথ দুর্ঘটনায় ২৫ বছর বয়সী এলরিয়েসার পাশাপাশি তাঁর শিশু সন্তানেরও মৃত্যু হয়েছে।

4/4

4

খেলা ছাড়ার পরে দক্ষিণ আফ্রিকার এই মহিলা ক্রিকেটার কমিউনিটি ক্রিকেটে কোচিংও করিয়েছেন ফোরি।