পেটের অসুখের ওষুধ খেয়ে শিশুদের শরীর থেকে বেরিয়ে এল বড় বড় লোম

Dec 04, 2020, 17:50 PM IST
1/4

নিজস্ব প্রতিবেদন: বিরাট ভুল করছেন চিকিৎসক। তোলপাড় গোটা বিশ্ব। পেটের অসুখ সারাতে ভুল চিকিৎসা করেন ২০ জন শিশুকে। ভুল ওষুধ প্রেসক্রাইব করে ফেলেন চিকিৎসক। যা খেয়ে গা থেকে বেরিয়ে আসে লম্বা লম্বা লোম। পশুর মতো গোটা শরীর ভরে যায় লোমে।

2/4

ঘটনাটি ঘটেছে স্পেনের উত্তরে Torrelavegaতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  বেশ কিছু শিশু  মাইনোক্সিডিল খেয়ে নিয়েছে ওমিপ্রাজলের পরিবর্তে। 

3/4

এই ঘটনাটি ঘটে দুবছর আগে। কিন্তু এখনও সেই ২০ শিশুর শরীর থেকে বের হচ্ছে লোম। ওষুধের প্রভাব রয়ে গিয়েছে শরীরে। 

4/4

এই গোটা ঘটনা প্রকাশ্যে আনতেই তোলপাড় স্বাস্থ্য মহল। যাচাই করে দেখা গিয়েছে,  আন্দালুসিয়া এবং ভ্যালেন্সিয়ান সম্প্রদায়ের মধ্যে কমপক্ষে ২০ শিশু এই ভুল চিকিৎসার শিকার।