Puja Special Train | Durga Puja Special: পুজোর সময়ে হাওড়া শিয়ালদহ থেকে কত রাত পর্যন্ত চলবে লোকাল ট্রেন? রইল আপডেট...

Durga Puja Special Train: পুজোর সময়ে ঠাকুর দেখে বাড়ি ফিরতে অনেকেই অসুবিধার মধ্যে পড়েন। একে তো অনেকটা রাত হয়ে যায়। তার উপর মেলে না ট্রেন। এবারেও কি তাই হবে?

| Oct 02, 2024, 18:32 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর সময়ে ঠাকুর দেখে বাড়ি ফিরতে অনেকেই খুব অসুবিধার মধ্যে পড়েন। একে তো অনেকটা রাত হয়ে যায়। তার উপর মেলে না ট্রেন। প্রতিবারই এই সব অসুবিধায় পড়ে পুজোর আনন্দ শেষে ম্লান হয়ে যায় মফসসল-শহরতলি, গ্রাম-গঞ্জের অনেকেরই। সেকথা মাথায় রেখে কিছু জরুরি সিদ্ধান্ত নিল রেল। 

1/6

গভীর রাতে ট্রেন

পুজোর সময়ে দর্শনার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তাই বেশ কিছু সিদ্ধান্ত নিল হাওড়া ও শিয়ালদহ ডিভিশন। উভয়েই জানাল, দুর্গাপুজোর দিনগুলিতে এই দুই ডিভিশনেই গভীর রাত পর্যন্ত ট্রেন চলবে।

2/6

বাড়তি কাউন্টার ও কর্মী

সেই সঙ্গে বড় রেল স্টেশনগুলিতে খোলা হবে বাড়তি কাউন্টার। অতিরিক্ত ভিড়ের মধ্যে টিকিট কাটতে যাত্রীদের যাতে লম্বা লাইন না দিতে হয় সেই কারণেই অতিরিক্ত কাউন্টার খোলার এই সিদ্ধান্ত। হাওড়ায় এখন সব মিলিয়ে ২৪টি কাউন্টার খোলা থাকে। পুজোর সময় মোট ৩০টি কাউন্টার খোলা থাকবে। শুধু তাই নয়, প্রত্যেক স্টেশনে স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন থাকবে। এছাড়া পুজোর দিনগুলিতে যাত্রীদের টিকিট কাটতে সাহায্য করার জন্য স্টেশনগুলিতে বিকেল থেকে রাত পর্যন্ত কর্মীরা থাকবেন।

3/6

পণ্যবাহী ট্রলি

পুজোর দিনগুলোয় যাত্রীসুবিধার কথা মাথায় রেখে রেল স্টেশনগুলিতে পণ্যবহনকারী ট্রলিও রাখা হবে।

4/6

হাওড়ায়

সপ্তমী, অষ্টমী ও নবমীতে হাওড়া-বর্ধমান মেন এবং কর্ড লাইনে গভীর রাতে তিনটি ট্রেন চালানো হবে। রেলসূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে আলোচনায় স্থির হয়েছে-- রাত ১১:৪৫, ২টো এবং  ২:৪৫-য়ে হাওড়া থেকে ট্রেনগুলি ছাড়বে।

5/6

শিয়ালদহে

শিয়ালদহ মেন, শিয়ালদহ দক্ষিণ এবং বনগাঁ শাখাতেও গভীর রাতে এই পুজো স্পেশাল ট্রেন চালানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। 

6/6

মেডিক্যাল বুথ, পুজো স্পেশাল মেনু, অতিরিক্ত আরপিএফ

যাত্রীদের সুবিধার্থে স্টেশনে মেডিক্যাল হেল্প বুথ রাখা হবে। পুজোর দিনগুলিতে রেল স্টেশনের ফুডপ্লাজায় মিলবে নানারকম সাত্ত্বিক ও পুজো স্পেশ্যাল মেনুও! এবার যাত্রীনিরাপত্তার দিকেও কড়া নজর রয়েছে রেলের। জিআরপির সঙ্গেই হাওড়া-শিয়ালদহ-সহ সমস্ত বড় স্টেশনগুলিতে ৫০০ আরপিএফ কর্মীও থাকবেন।