Sputnik V করোনার বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকরী; অন্যান্য টিকার থেকে অনেক সস্তা, দাবি রাশিয়ার
Nov 24, 2020, 17:40 PM IST
1/5
Sputnik V ভ্যাকসিনের সাফল্য নিয়ে গুরুত্বপূর্ণ দাবি করল রাশিয়া। দেশের সরকারি গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট দাবি করেছে করোনা নিয়ন্ত্রণে Sputnik V ভ্যাকসিনের কার্যকারিতা ৪২ দিনে ৯৫ শতাংশ।
যারা Sputnik V ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছিলেন তাদের কাছ থেকে এরকমই তথ্য পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে দেখা গিয়েছিল প্রথম ডোজ নেওয়ার পর ৪২ দিনে এই টিকার সাফল্যের হার ৯৫ শতাংশ।
4/5
গামালেয়া রিসার্চ সেন্টারের তরফে জানান হয়েছে, আন্তর্জাতিক বাজারে Sputnik V ভ্যাকসিনের দাম ১০ ডলারের কম হতে পারে। ভারতীয় মূদ্রায় তার প্রায় ৭৪০ টাকা। রাশিয়ার স্টেট হেলথ ফান্ডের এক কর্তার দাবি, বিশ্বের অন্যান্য ভ্যাকসিনের থেকে Sputnik V এর দাম তুলনামূলকভাবে কম হবে।
5/5
উল্লেখ্য, গত অগাস্ট মাসেই করোনা টিকা হিসেবে Sputnik V ভ্যাকসিনের নাম নথিভূক্ত করেছিল রাশিয়া। রুশ প্রেসিডেন্টর দাবি, Sputnik V ভ্যাকসিন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মতো প্রতিরোধ গড়ে তোলে।