Srabanti Chatterjee: শ্রাবন্তীর বাড়ির পুজোয় আমন্ত্রিত শাসকদলের 'হেভিওয়েট' বিধায়ক! কে তিনি?
তিনি ধর্মেও আছেন, জিরাফেও আছেন। তিনি বিনোদনেও আছেন, রাজনীতিতেও আছেন। তিনি সিনেমাতেও আছেন, পলিটিক্যাল অ্যাক্টিভিটিতেও আছেন। রাজনীতিতে আছেন, সে না-হয় বোঝা গেল; কিন্তু কোন দলে?
তিনি ধর্মেও আছেন, জিরাফেও আছেন। তিনি বিনোদনেও আছেন, রাজনীতিতেও আছেন। তিনি সিনেমাতেও আছেন, পলিটিক্যাল অ্যাক্টিভিটিতেও আছেন। রাজনীতিতে আছেন, সে না-হয় বোঝা গেল; কিন্তু কোন দলে? তিনি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি ২০২১ সালের ১ মার্চ বিজেপিতে যোগ দিয়েছিলেন।
1/6
ধোঁয়াশার মধ্যেই ইঙ্গিত?
তিনি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি ২০২১ সালের ১ মার্চ বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বিজেপি'র টিকিটে লড়েওছিলেন বেহালা পশ্চিম থেকে, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। কিন্তু জিততে পারেননি। ২০২১-এর নভেম্বের শ্রাবন্তী ত্যাগ করেন বিজেপি'র সংস্রব। আর তার পরই তাঁর পরবর্তী রাজনৈতিক কেরিয়ার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ধোঁয়াশার মধ্যেই ইঙ্গিত কি কিছু মিলেছে? কেননা তার পরই শাসকদলের জনসভায় উপস্থিত থাকতে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। পুরভোটের আগে একাধিক সিটে শাসকদলের হয়ে প্রচারেও সামিল হন তিনি।
2/6
কোন ফুলে?
photos
TRENDING NOW
3/6
অভিনেত্রী
4/6
সন্ধের ফোন-কল
5/6
মদন-শ্রাবন্তী যোগ
6/6
রঙ-কাণ্ডে তোলপাড়
photos