জন্মদিনে রেড রোডে এমন অবজ্ঞা নেতাজির!

Jan 23, 2019, 22:40 PM IST
1/7

 মৌমিতা চক্রবর্তী: নেতাজি সুভাষচন্দ্র বসু শুধুমাত্র দেশপ্রেমিক নন, তিনি আপামর বাঙালির আবেগ। সেই নেতাজির জন্মদিন উদযাপনের চেষ্টার ত্রুটি রাখেনি রাজ্য সরকার। কিন্তু তাও তাল কাটল? কারণ, চেষ্টা কোনও কাজেই এল না।  

2/7

রেড রোডে নেতাজি মূর্তির নীচে সাজানো ছিল নীল-সাদা মঞ্চ। থরে থরে চেয়ার। পুলিসি প্রহরা। কিন্তু ফাঁকাই থাকল না সেই মঞ্চ। নেতাজিকে নিয়ে দুটো কথা বলার কেউ থাকলেন না।   

3/7

এদিন বামেরা সুবোধ মল্লিক স্কোয়্যারে সভার আয়োজন করেছিল। মিছিল করে এসে রেড রোডে নেতাজির মূর্তিতে মালা দিয়ে যান সূর্যকান্ত মিশ্র, বিমান বসু ও মহম্মদ সেলিমরা। 

4/7

তৃণমূলের তরফে মাল্যদান করেন ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু মঞ্চ থাকল ফাঁকাই।   

5/7

বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানালেন, দুপুর ২টো পর্যন্ত অনুষ্ঠান করার অনুমতি মেলেনি। কেন অনুষ্ঠান হল না, সেটা সরকারকে জিজ্ঞেস করুন।

6/7

নেতাজির মূর্তিতে এমন দায়সারা মাল্যদান করেই কি দেশনায়ককে শ্রদ্ধাঞ্জলি দেওয়া যায়? সংস্কৃতির তীর্থ বাংলায় তো এমনটা রীতি নয়। আর মঞ্চ বাধাঁ, চেয়ার, সাউন্ড বক্সই বা কেন আনা হয়েছিল? কিন্তু নমো নমো করেই সারা হল অনুষ্ঠান।  

7/7

অনেকেই বলছেন, স্বাধীন ভারতে বোধহয় এটাই প্রাপ্য ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর।