স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড-২০১৮: হাজির দীপিকা, রণবীর, আলিয়া, ক্যাটরিনা, সলমনরা

Dec 17, 2018, 11:47 AM IST
1/9

স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড ২০১৮-এর অনুষ্ঠানে সলমন খান। 

2/9

রণবীরের সঙ্গে কালো পোশাকে পোজ দিলেন দীপিকা, হাতে চূড়া পরেই অ্যাওয়ার্ডের মঞ্চে হাজির রণবীর ঘরণী। 

3/9

হাজির হয়েছিলেন শ্রদ্ধা কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্ডেজ।

4/9

হাজির হয়েছিলেন ডেইজি শাহ, মৌনি রায়, নুসরত বারুচা, নোরা ফাতেহি।

5/9

স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে হাজির আয়ুষ্মান খুরানা, ভিকি কুশল ও রাজকুমার রাও। 

6/9

ইশান খট্টর, টাইগার শ্রফ, সুশান্ত সিং রাজপুতদের দেখা গেলো কালো পোশাকে। 

7/9

উর্মিলা মাতন্ডক, অর্পিতা খান শর্মা ও আয়ুষ শর্মা, রেখা ও শাবানা আজমি। 

8/9

নীনা গুপ্তা, গজরাজ রাও, দীনেশ বিজন, পারমিতা তনওয়ার ও পঙ্কজ ত্রিপাঠিরাও হাজির ছিলেন। 

9/9

আদা শর্মা, অঙ্কিতা লোখান্ডে, সোনাল চৌহান, ডায়না পেন্টি, আমনা শরিফের মতো তারকারাও হাজির ছিলেন।