Vande Bharat Express: বন্দে ভারত-এ পাথর ছুড়লে কত বছর জেল, জানিয়ে দিল রেল

Mar 29, 2023, 14:21 PM IST
1/5

বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর সফরের সময় অনেকাই কমে গিয়েটে। ভাড়া অনেকটাই বেশি হলেও মানুষ বন্দ ভারত ব্যবহার করেছেন এর আরাম ও গতির জন্য। কিন্তু বাধ সেধেছে বন্দে ভারতে পাথর ছোড়ার বিষয়টি।

2/5

বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া রুখতে এবার কড়া সিদ্ধান্ত নিল রেল। জানিয়ে দেওয়া হল পাথর ছুড়ে ধরা পড়লে ৫ বছরের জেল হবে।  

3/5

মধ্য রেলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে ট্রেনে পাথর ছোড়া ফৌজদারি অপরাধ। রেলর আইনের ১৫৩ নম্বর ধারায় এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ওই ধারায় পাথর ছোড়ার মতো অপরাধে ৫ বছর পর্যন্ত জেলের কথা বলা হয়েছে।  

4/5

বন্দে ভারত চালু হওয়ার পর থেকেই একাধিকবার এই প্রিমিয়াম ট্রেনকে নিশানা করা হয়েছে। তেলঙ্গানা, ছত্তীসগড়, বিহার, বাংলা, উত্তরভারত থেকে বন্দে ভারতের উপরে পাথর ছোড়া হয়েছে। বাংলাতেই অন্তত ২ বার পাথর ছোড় হয়েছে বন্দে ভারতের উপরে। বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে পাথর নিক্ষেপকারীরা কিশোর বা অপ্রাপ্তবয়স্ক। নেহাতই মজা করে নাকি তারা পাথর ছুড়েছিল। 

5/5

এখনওপর্যন্ত বন্দে ভারতের উপরে পাথর ছোড়ার ঘটনায় ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলবা চলছে। পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে যাতে তারা পাথর না ছোড়েন।