আজ থেকেই প্রবল ঝড়-বৃষ্টি, টানা ৭ দিন তাণ্ডবের পূর্বাভাস

Apr 24, 2020, 18:05 PM IST
1/5

প্রীতম দে: শুক্রবার থেকে মঙ্গলবার টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ২৪ থেকে ২৮ তারিখ পর্যন্ত কালবৈশাখীর পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর।

2/5

একদিকে উত্তরপ্রদেশ বিহারের ওপর নিম্নচাপ ঘূর্ণাবর্ত আর বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পের আমদানি। ফলে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ (কিউমুলোনিম্বাস)।

3/5

ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩০ কিমির বেশি হওয়ার সম্ভাবনা । ৫০ কিমিও হতে পারে। ফলে কালবৈশাখীর সম্ভাবনাই প্রবল। জেনারেল ফোরকাস্ট এর পাশাপাশি  তাৎক্ষণিক পূর্বাভাসের মাধ্যমে কয়েক ঘণ্টা আগেই ঝড়ের পূর্বাভাস দেওয়া হবে।  

4/5

এপ্রিল মাসের শেষে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভবনা রয়েছে বঙ্গোপসাগরে। যার ফলে  ঝড়বৃষ্টির সম্ভবনা বাড়ছে।   

5/5

তবে এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা সে নিয়ে এখনও কিছু বলছে না আলিপুর আবহাওয়া দফতর।