এবার কলকাতা-দুর্গাপুর সহ দেশের ৪ অসামরিক বিমানবন্দর থেকে উড়বে সুখোই ৩০ যুদ্ধবিমান

May 02, 2019, 14:46 PM IST
1/5

S 5

S 5

দেশের উত্তরপূর্বের ৩ রাজ্যের ৪ অসামরিক বিমানবন্দর থেকে এবার উড়বে সুখোই ৩০ যুদ্ধবিমান। যুদ্ধকালীন সময় আপাতকালীন অবস্থার কথা মাথায় রেখে ওই সিদ্ধান্ত নিয়েছে বায়ুসেনা।

2/5

S 4

S 4

সুখোই ৩০ যুদ্ধবিমান ওড়ানোর জন্য চিহ্নিত করা হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা ও দুর্গাপুর বিমানবন্দরকে। পাশাপাশি ওই তালিকায় থাকছে অসমের গুয়াহাটি ও মিজোরামের আইজল।

3/5

S 3

S 3

এয়ার কমোডোর শশাঙ্ক মিশ্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই প্রথম গুয়াহাটি সহ উত্তরপূর্বের কয়েকটি অসামরিক বিমানবন্দর থেকে সুখোই ৩০ মতো উন্নত যুদ্ধ বিমান উড়বে। এর জন্য প্রয়োজনীয় মহড়া শুরু হয়েছে।

4/5

S 2

S 2

উল্লেখ্য, বর্তমানে বায়ুসেনার সুখোই যুদ্ধবিমানগুলি প্রধানত তেজপুর, চাবুয়া থেকে ওঠানামা করে। পাশাপাশি বায়ুসেনার হক ট্রেনার জেট ওড়ে পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটি থেকে।

5/5

s 1

S 1

অন্যদিকে, বায়ুসেনায় যোগ দিচ্ছে রাফাল ফাইটার জেট। ওইসব জেটের কয়েকটিকে রাখা হতে পারে হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে।