Corona Virus Symptoms: করোনা আক্রান্ত নাকি ঋতু পরিবর্তনের জ্বর, বুঝতে পারছেন না? অবশ্যই করুন এই কাজগুলো

অগ্রাহ্য করবেন না। অবশ্যই শুনুন চিকিৎসকের পরামর্শ।

Mar 28, 2022, 23:49 PM IST

অগ্রাহ্য করবেন না। অবশ্যই শুনুন চিকিৎসকের পরামর্শ।

1/6

ঋতু পরিবর্তনের কারণে অসুস্থ নাকি করোনা আক্রান্ত?

Corona Virus Symptoms 1

নিজস্ব প্রতিবেদন: শীত চলে গিয়েছে। গরম পড়েছে। এই সময় ঋতু পরিবর্তনের কারণে বহু মানুষের শরীর খারাপ হয়। জ্বর আসে। কাশি-সর্দি হয়। করোনা আক্রান্ত (Corona virus symptoms) হলেও তো এমনটাই হয়। তাহলে কেউ করোনা আক্রান্ত হলেন নাকি ঋতু পরিবর্তনের কারণে জ্বরে পড়লেন, সেটা অনেকেই বুঝতে পারেন না। এমন সময় কী করবেন?

2/6

দু'বছর আগেও করোনা ছিল অজানা

Corona Virus Symptoms 2

  দু'বছর আগেও করোনার (Corona virus) নাম জানত না গোটা বিশ্ব। তবে এখন জ্বর-সর্দি-কাশি হলেই মানুষ করোনার ভয় করেন।  

3/6

জ্বর-সর্দি-কাশি নাকি করোনা আক্রান্ত?

Corona Virus Symptoms 3

জ্বর-সর্দি-কাশি-গলা ব্যথা দু'ক্ষেত্রেই অতি সাধারণ ব্যাপার। তবে চিকিৎসকরা জানিয়েছেন কোনভাবেই অবজ্ঞা করা উচিত নয়।অসুস্থতাকে বাড়তে দেওয়া উচিত নয়।

4/6

জ্বর-সর্দি-কাশি নাকি করোনা আক্রান্ত?

Corona Virus Symptoms 4

চিকিৎসকরা জানান, ঋতু পরিবর্তনের জন্য কারও জ্বর-সর্দি-কাশি-গলা ব্যথা হলে তা কয়েকদিনে কমে যায়। তবে করোনা আক্রান্ত রোগীরা একটু বেশিদিন ভোগেন।

5/6

জ্বর-সর্দি-কাশি নাকি করোনা আক্রান্ত?

Corona Virus Symptoms 5

  ওমিক্রন (Omicron Variant) আক্রান্ত হলেও একই উপসর্গ দেখা যায়। অনেকের আবার গা, হাত-পা এবং পেটে ব্যথাও হয়।  

6/6

কী করবেন?

Corona Virus Symptoms 6

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সময় জ্বর-সর্দি-কাশি-গলা ব্যথা হলেও মাস্ক পরা ছাড়বেন না। স্যানিটাইজার ব্যবহার করুন। জ্বর-সর্দি-কাশি-গলা ব্যথা হলে ঘরে থাকাই উচিত। ঋতু পরিবর্তনের কারণে নাকি করোনা আক্রান্ত সেটা না ভাবাই উচিত।