আন্তর্জাতিক ক্রিকেটে কিংবদন্তি সুনীল গাভাসকারের ৫০ বছর পূর্তি; দেখুন গ্যালারি

Mar 06, 2021, 12:47 PM IST
1/12

সুনীল মনোহর গাভাসকার। ১৯৭১ সালের ৬ই মার্চ পা রাখেন আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায়। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ভারতের হয়ে অভিষেক ঘটান।

2/12

বিদেশ সফরে রওনা হওয়ার আগে।

3/12

কেরিয়ারের একদম শুরুর দিকে তরুণ সানি।

4/12

ইংল্যান্ডে খেলতে গিয়ে কুইন এলিজাবেথের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিচ্ছেন দলের অধিনায়ক অজিত ওয়াদেকর। 

5/12

ভারতের হয়ে ১০৮টি একদিনের ম্যাচ খেলেন সানি। শতরান একটি।

6/12

ওয়েস্ট ইন্ডিজের ভয়ানক বোলিং অ্যাটাকের সামনেও কোনোদিন হেলমেট পড়েননি তিনি। বেশীরভাগ সময়ে টুপিই পড়তেন, বড়জোর স্কাল ক্যাপ।

7/12

ভারতের হয়ে ৩৪টি শতরান ও ৪টি দ্বিশতরান করেন গাভাসকার। সর্বোচ্চ ২৩৬ রান করেন।

8/12

টেস্টে ১২৫টি ম্যাচে ১০১২২ রান করেন তিনি। গড় ৫১.১২।

9/12

ব্যাট হাতে একা ম্যাচের পর ম্যাচ তিনি ভারতকে হারের মুখ থেকে বাঁচিয়েছেন।

10/12

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে ধারাভাষ্যকার হিসেবে নিজের নতুন ইনিংস শুরু করেন। 

11/12

ভারতের প্রায় সব সিরিজেই ধারাভাষ্যকারদের প্যানেলে দেখতে পাওয়া যায় তাকে। আইপিএলেও চুটিয়ে কমেন্ট্রি করেন তিনি।

12/12

ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবেও একইভাবে সফল সুনীল গাভাসকার।