৩১ বছর আগে পাওয়া জমি খোয়াতে চলেছেন সুনীল গাওয়াস্কার
Dec 30, 2019, 17:37 PM IST
1/5
গাওয়াস্কারের জমি দখল
৩১ বছর আগে মুম্বইয়ের বান্দ্রায় তাঁর নামে এই জমি বরাদ্দ হয়েছিল। এবার সেই জমি হাতছাড়া হতে পারে সুনীল গাওয়াস্কারের। ইন্ডোর ক্রিকেট অ্যাকাডেমি গড়ার কথা ছিল সেই জমিতে। কিন্তু ৩১ বছর পার হলেও সেটা হয়নি।
2/5
গাওয়াস্কারের জমি দখল
মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি এবার গাভাসকারের ট্রাস্ট ফাউন্ডেশনের সঙ্গে ৩১ বছর আগে করা চুক্তি বাতিল করতে চায়।
photos
TRENDING NOW
3/5
গাওয়াস্কারের জমি দখল
মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি সরকারের কাছে সেই জমি ফিরিয়ে নেওয়ার আবেদন করেছে। তাদের দাবি, ৩১ বছর হতে চলল। কিন্তু এখনও সেখানে প্রস্তাবিত ইন্ডোর অ্যাকাডেমি তৈরির কোনও কাজ হয়নি।
4/5
গাওয়াস্কারের জমি দখল
বান্দ্রার রাঙ্গসারদা অডিটরিয়ামের কাছে ২১ হাজার স্কোয়ার ফুট-এর এই জমি সুনীল গাভাসকার ট্রাস্ট ফাউন্ডেশনকে লিজে দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে অ্যাকাডেমি গঠনের জন্য একটি ইটও গাঁথা হয়নি এখনও।
5/5
গাওয়াস্কারের জমি দখল
চুক্তিপত্রে লেখা ছিল, জমি পাওয়ার তিন মাসের মধ্যে অ্যাকাডেমি তৈরির কাজ শুরু করতে হবে। এবং তিন বছরের মধ্যে কাজ শেষ করতে হবে। ৬০ বছরের জন্য জমি লিজ দেওয়া হয়েছিল সানি গাওয়াস্কারকে। সেই জমির একটি অংশ বানিজ্যিকভাবে ব্যবহার করার অনুমতিও ছিল। কিন্তু ৩১ বছর পার হলেও সেখানে কিছুই হয়নি।