close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

আজ মুম্বইয়ে বোর্ড প্রেসিডেন্ট পদে অভিষেক সৌরভ গাঙ্গুলির

Oct 23, 2019, 06:53 AM IST
1/5

ভারতীয় বোর্ডে শেষ হতে চলেছে ৩৩ মাস ধরে চলা সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটির জমানা। এই সময়ে বিতর্ক-বিশৃঙ্খলা কম হয়নি।  

2/5

সরকারিভাবে বুধবারই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নিতে চলেছেন সৌরভ গাঙ্গুলি।

3/5

বিসিসিআই-এর ৩৯তম সভাপতি হচ্ছেন সৌরভ।  

4/5

বোর্ডের নতুন সংবিধান অনুযায়ী আগামী বছরের জুলাই মাস পর্যন্ত দায়িত্বে থাকবেন সৌরভ।

5/5

বোর্ড সচিবের পদে আসছেন অমিত শাহ পুত্র জয় শাহ। কোষাধ্যক্ষ হচ্ছেন অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমাল।