এবার থেকে কোথায় আধার দেবেন আর কোথায় দেবেন না? জেনে নিন

Sep 26, 2018, 12:14 PM IST
1/10

অবৈধ শরণার্থীরা যেন কোনও ভাবেই আধার না পায়, সে বিষয়ে সরকারকে নজরদারি করতে বলল শীর্ষ আদালত।  

2/10

কোনও বেসরকারি সংস্থাকেও  আধার দেওয়া বাধ্যতামূলক নয়, জানিয়ে দিল সুপ্রীম কোর্ট।

3/10

ইউজিসি-তে আধার বাধ্যতামূলক নয়।

4/10

নিট  (ন্যাশনাল এলিজিবিলিটি) পরীক্ষায় আধার বাধ্যতামূলক নয়।

5/10

সিবিএসই (সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এক্সামিনেশন) পরীক্ষায়ও আধার বাধ্যতামূলক নয়।

6/10

এখন থেকে ব্যাঙ্কে আধার লিঙ্কের প্রয়োজন নেই। 

7/10

মোবাইল নম্বরেও প্রয়োজন নেই আধার সংযুক্তিকরণের।

8/10

স্কুলে ভর্তিতে  আধার বাধ্যতামূলক নয়। 

9/10

আইটি রিটার্নের ক্ষেত্রেও আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হল।

10/10

 প্যানের ক্ষেত্রে আধার সংযুক্তি বাধ্যতামূতক।