Baruipur: মরা পোড়াচ্ছে মেয়ে! চমকালেন? বাবার দায়িত্ব হাসিমুখেই কাঁধে টুম্পার...
Baruipur: সাহস আছে বটে মেয়েটার। শ্মশানের ডোম। এই কাজ করতে সাহস তো লাগেই। মাত্র ১৯ বছর বয়স থেকে সেই কাজ করে চলেছেন রাজ্যের একমাত্র মহিলা ডোম টুম্পা দাস।
1/5
মহিলা ডোম
2/5
মহিলা ডোম
বাবার চাকরি পাওয়ার বয়স হয়েছিল পরিবারের একমাত্র টুম্পার। কিন্তু সেতো মেয়ে। শ্মশানে ডোমের কাজ করবে কিভাবে? ২৪ ঘণ্টার কাজ। নির্জন শ্মশান। কতরকম লোকের আনাগোনা। অসম্ভব! বলে উঠল সবাই। রুখে দাঁড়ালো একা টুম্পা। জানিয়ে দিল, সংসার ভেসে যেতে দেওয়া যাবে না। ডোমের কাজই সই। সেই থেকে এক অদম্য জীবন সংগ্রাম শুরু।
photos
TRENDING NOW
3/5
মহিলা ডোম
এই শ্মশানে টুম্পাই একমাত্র শ্মশান কর্মী। তাই চুল্লির তালা খোলা থেকে শবদেহের স্ট্যান্ড তোলা, চুল্লির ঢাকনা খোলা থেকে অন্ত্যেষ্টি ক্রিয়ার আগে পরিবারকে দেহাংশ দান। সবটাই একা হাতে করে এই সাহসিনী। প্রথম প্রথম ভয় লাগত। তখন কাঠের চুল্লি ছিল। দাহ কার্যের পুরোটাই সামনে দাঁড়িয়ে থাকতে হতো। কটু গন্ধের ধোঁয়ায় শ্বাস নেওয়া দায়।
4/5
মহিলা ডোম
5/5
মহিলা ডোম
photos