স্যানিটাইজারের আকালে কেমিষ্ট্রি ল্যাবে কামাল সুরেন্দ্রনাথ কলেজের পড়ুয়াদের

Mar 22, 2020, 19:01 PM IST
1/5

অর্ণবাংশু নিয়োগী: করোনার প্রকোপে কার্যত প্রমাদ গুনছে রাজ্য তথা গোটা দেশ। বলার অপেক্ষা রাখে না এখন কেবল দোসর মাস্ক এবং স্যানিটাইজার। তবে পরিস্থিতির জেরে বাজার আকাল পড়েছে এই দুই অত্যাবশ্যকীয় জিনিসের। শুরু হয়েছে কালো বাজারি। 

2/5

আর এই পরিস্থিতিতেই সাহায্যের হাত বাড়ালো সুরেন্দ্রনাথ কলেজের কেমিষ্ট্রি বিভাগের পড়ুয়ারা। শুরুতে কলেজ এবং আশেপাশের ব্যবসায়ীদের জন্য বানিয়েছেন স্যানিটাইজার। কিন্তু তাতেও চাহিদা প্রচুর। প্রশাসনিক স্তর থেকেও চাওয়া হচ্ছে। 

3/5

এই অবস্থায় পর্যাপ্ত সামগ্রী যেমন অ্যালকোহল না থাকায় বেশি পরিমাণে বানাতে সমস্যা হচ্ছে তাঁদের।  তবে পরামর্শ দিচ্ছেন তাঁরাই, স্যানিটাইজার না থাকলে বাড়িতে থাকা ক্ষার জাতীয় সাবানই ব্যবহার করতে পারেন জীবানু মারতে।  

4/5

কলেজের প্রিন্সিপাল ইন্দ্রনীল কর এবিষয়ে জানান, 'অনেক মানুষ চাইছেন। এখন ৪০০ বোতল মতো বানিয়েছি। অ্যালকোহল পেলে আরও বানাতে পারব।'

5/5

বলার অপেক্ষা রাখে না। পড়ুয়াদের এই কাজকে সাধুবাদ জানিয়েছে স্যোশাল মিডিয়াসহ অনেকেই।