তথ্য প্রমাণ পেতে সুশান্তের ব্যান্দ্রার ফ্ল্যাট সিল করে রক্ষনাবেক্ষণ করা হোক, উঠল দাবি

Jul 17, 2020, 16:32 PM IST
1/5

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে এবার প্রয়াত অভিনেতার ব্যান্দ্রার চার্টার রোডের ফ্ল্যাট সিল করা হোক বলে দাবি করেন আইনজীবী ইস্করন সিং ভান্ডারি 

2/5

সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাট থেকে যাতে কোনও তথ্য প্রমাণ উধাও হয়ে যেতে না পারে, তার জন্যই চার্টার রোডের ফ্ল্যাট সিল করে তা রক্ষণাবেক্ষণ করা হোক বলে দাবি করেন দিল্লির ওই আইনজীবী 

3/5

সুশান্তের মৃত্য়ুর তদন্তভার যাতে সিবিআইয়ের হাতে দেওয়া হয়, তার দাবিতে আইনজীবী নিয়োগ করেন বিজেপি নেতা সুব্রহ্মাণ্যম সামি। দিল্লির সেই আইনজীবী ইস্করন ভান্ডারি এবার দাবি করলেন, সুশান্তের চার্টার রোডের ফ্ল্যাট সিল করে দেওয়ার জন্য। তিনি বলেন, সুশান্তের মৃত্যুর পর থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তের দাবিতে সরব হচ্ছেন দেশের একাংশের মানুষ। সুশান্তের মৃত্যু রহস্য ফাঁস করতে যাতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়, তিনি চেষ্টাই করছেন বলে জানান ইস্করন ভান্ডারি 

4/5

যদিও সুশান্তের ফ্ল্যাট সিল করা হবে কি না, তা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি মুম্বই পুলিসের তরফে 

5/5

এদিকে সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়ার কোনও প্রয়োজন নেই। সঠিক পথেই পুলিস তদন্ত এগোচ্ছে। সুশান্তের মৃত্যু নিয়ে কোনও বড় তথ্য হাতে এলে, তা প্রকাশ করা হবে বলে স্পষ্ট জানান মহারাস্ট্রের স্বারাষ্ট্রমন্ত্রী